পাহাড়ি ঢল, ভূমিধসে ভারতে ২১ জন নিহত
প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল ও ভূমিধসে ভারতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির পাঞ্জাব, হিমাচল এবং জম্মু-কাশ্মির রাজ্যে এ ঘটনা ঘটে। এর মধ্যে পাঞ্জাব ও হিমাচল রাজ্যে রেড এলার্ট জারি করা হয়েছে।
আজ (২৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পাঞ্জাব এবং হিমাচল রাজ্যে আটজন করে মারা গিয়েছেন। এছাড়াও, জম্মু-কাশ্মির রাজ্যে মারা গিয়েছেন পাঁচজন।
যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হরিয়ানা রাজ্যও সতর্কাবস্থার মধ্যে রয়েছে। এছাড়াও, দেশটির উত্তরাখন্ড রাজ্যের লিনচোলিতে ভূমিধসের ফলে অনন্ত ৫০০ পূণ্যার্থী পথে আটকা পড়েছেন।
প্রবল বৃষ্টিপাতের ফলে ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে সড়ক, রেল ও আকাশ যোগাযোগ বিঘ্নিত হচ্ছে বলেও প্রতিবেদনটিতে জানানো হয়।
এদিকে, ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটিতে আজ থেকে বৃষ্টির প্রকোপ কমতে পারে।
Comments