ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে পাশ ১৪ শতাংশ
২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪ শতাংশ পাশ করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছিলেন ৩৩ হাজার ৮৯৭ শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে চার হাজার ৭৪৭ জন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) এই ফল দেখা যাবে। অথবা ‘ডিইউ খ’ এবং রোল নম্বর লিখে যে কোনো অপারেটরে ১৬৩২১ তে পাঠালে এসএমএস-এর মাধ্যমেও এই ফল জানা যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়েবসাইটে ‘চয়েস ফরম’ পূরণ করে শিক্ষার্থীদের তা আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ৩টা থেকে আগামী ১০ অক্টোবর দুপুর ৩টার মধ্যে পাঠাতে হবে।
Comments