গোয়েন্দা মাসুদ রানার পেছনে ৫০ কোটি টাকা
গোয়েন্দা গল্প নিয়ে ‘মাসুদ রানা’র বাজেট প্রায় ৫০ কোটি টাকা- এমনটি জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ। বর্তমানে ছবিটির নায়ক-নায়িকা খোঁজার প্রক্রিয়া চলছে।
একটি শো-এর মাধ্যমেই মাসুদ রানার নায়ক-নায়িকা খুঁজে নেওয়া হবে। চ্যানেল আইতে কিছুদিনের মধ্যে প্রচার শুরু হবে এর। এতে বিচারক হিসেবে রয়েছেন ফেরদৌস ও পূর্ণিমা। মাসুদ রানা বিজ্ঞাপনটি তৈরি করেছেন অমিতাভ রেজা।
আবদুল আজিজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেক আয়োজন করে মাসুদ রানা ছবিটি বানানোর ইচ্ছে রয়েছে। এই ছবি দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চাই। ভালোমানের একটি ছবি বানাতে চাই। এখানে বাজেটও অনেক বড় একটা ব্যাপার। হিসাব করে দেখেছি সব মিলিয়ে ‘মাসুদ রানা’ বানানোর জন্য ৫০ কোটি টাকা লাগতে পারে।”
তিনি আরও জানান, মাসুদ রানার সিনেমাটোগ্রাফার থাকবেন পাবলো ডায়াজ, যিনি অনেক বিখ্যাত হলিউড ছবিতে কাজ করেছেন। অ্যাকশন পরিচালক হিসেবে থাকবেন হলিউডের ফিল টান- যিনি ‘ট্রান্সফরমার’ ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর মতো ছবিতে কাজ করেছেন। ছবিটির টেকনিক্যাল টিমও আসবে হলিউড থেকে।
কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজ থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’-এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।
Comments