সাকিবের আঙুল ফুলে আছে, সে ব্যাটই ধরতে পারছে না: মাহমুদ
পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। আঙুলের চোট নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শীর্ষ এই অলরাউন্ডারের আঙুলের ব্যথা নতুন করে বেড়েছে, আঙুল ফুলে গেছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
আজ আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে খেলার আগে ওয়ার্মআপ করতে দেখা যায়নি সাকিবকে। পরে অনুমিতই ভাবেই একাদশে পাওয়া যায়নি তার নাম। খোঁজ নেওয়া হলে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের জানান, ‘সাকিবের আঙুলে প্রচুর লিকুইড জমেছে, আঙুল অনেক ফুলে আছে। সে ব্যাট ধরতে পারছে না। গতকালের পরীক্ষার পর রিপোর্ট ভাল আসেনি। তাই আজ খেলছে না।’
চলতি বছরের জানুয়ারি মাসে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁহাতের কনিষ্ঠা আঙুলে চোট পান সাকিব। ওই চোট থেকে ফিরে নিদহাস কাপ, আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেললেও চিকিৎসকরা অস্ত্রোপচারের দরকার দেখছেন সাকিবের। ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলা চালিয়ে যাওয়া সাকিবকে এশিয়া কাপের পরই অস্ত্রোপচারের অনুরোধ করেছিলেন বোর্ড প্রধান নাজমুল হাসান। এশিয়া কাপে চার ম্যাচ ঠিকঠাক খেললেও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফের চোটে পড়ে ছিটকে গেলেন তিনি।
সাকিবের জায়গায় দলে নেওয়া হয়েছে ব্যাটসম্যান মুমিনুল হককে। দলে বদল আছে আরও দুটি। টানা তিন ম্যাচে রান না পাওয়া ওপেনার নাজমুল হোসেন শান্তর জায়গায় প্রায় এক বছর পর ওয়ানডে খেলতে নামছেন সৌম্য সরকার। এছাড়া বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর জায়গায় একাদশে ফিরেছেন পেসার রুবেল হোসেন।
Comments