আমিরের স্বপ্নপূরণ!
নিজের স্বপ্ন পূরণ হওয়ার কথা জানালেন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা আমির খান। তা তো বটেই। একজন অভিনেতার জীবনে এমন স্বপ্ন থাকাইতো স্বাভাবিক। কে না চান শাহেনশাহের পাশে নিজের ছবি!
গতকাল (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগযোগ মাধ্যমে এক বার্তায় ‘দঙ্গল’ অভিনেতা জানান সেই স্বপ্নের কথা। বলেন, “একটি সিনেমার পোস্টারে অমিতাভের সঙ্গে নিজেকে দেখে বুঝলাম আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এখনও বুঝতে তা পারছি না।”
একথা সবাই জানেন যে বিগ বির সঙ্গে ‘থাগস অব হিন্দোস্তান’-ই হচ্ছে আমির খানের প্রথম ছবি। সামাজিক যোগযোগ মাধ্যমে অপর অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ছবিটির একটি পোস্টার জুড়ে দিয়ে জানান দেন যে আসছে ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘থাগস’-এর ট্রেইলার। সেই পোস্টারটিতে দেখা যায় অমিতাভ, আমির, ক্যাটরিনা ও ফাতিমা সানা শেখকে। আর সেই পোস্টারে অমিতাভ বচ্চনের সঙ্গে নিজের ছবি দেখে বিস্ময় প্রকাশ করেন আমির খান।
বিজয় কৃষ্ণ আচার্যের পরিচালনায় এ ছবিতে ঠগদের নেতা খোদাবখশের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ এবং একজন ফিরিঙ্গির চরিত্রে রয়েছেন আমির।
উল্লেখ্য, ১৮৩৯ সালে প্রকাশিত ফিলিপ মিডোস টেইলরের উপন্যাস ‘কনফেশনস অব অ্যা থাগ’ অবলম্বনে নির্মিত ‘থাগস অব হিন্দোস্তান’ চলচ্চিত্রটি আগামী নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি
Comments