দিবালার গোলে জুভেন্টাসের জয়

সিরিএ’তে টানা ষষ্ঠ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে দলটি। দারুণ এ জয়ে গোল পেয়েছেন আর্জেন্টাইন তরুণ পাওলো দিবালা। তবে গোল না পেলেও দারুণ খেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

সিরিএ’তে টানা ষষ্ঠ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে দলটি। দারুণ এ জয়ে গোল পেয়েছেন আর্জেন্টাইন তরুণ পাওলো দিবালা। তবে গোল না পেলেও দারুণ খেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

ঘরের মাঠে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। ব্লেইস মাতুইদির শট গোলরক্ষক লুকাস স্করুপ্সকি ফিরিয়ে দিলে বল পেয়ে যান দিবালা। ঝাঁপিয়ে পরে দারুণ এক সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন এ  আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মাতুইদি। রোনালদোর বাড়ানো ক্রস থেকে দুরূহ কোন থেকেও দারুণ কোণাকোণি শটে বল জালে জড়ান এ ফরাসী মিডফিল্ডার।

২৬ মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শট নিয়েছিলেন রোনালদো। কিন্তু দারুণ দক্ষতায় সে শট ফিরিয়ে দেন বোলোনিয়া গোলরক্ষক লুকাস। ৬০ মিনিটে হোয়াও সেনসেলোর দূরপাল্লার শটও ঝাঁপিয়ে রুখে দেন তিনি। ৮৪ মিনিটে দিবালার পাসে রোনালদোর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের যোগ করা সময়ে ত্রাতা সেই গোলরক্ষক। এমরি কানের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। ফিরতি বলে নেওয়া শটও লুফে নেন এ গোলরক্ষক। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দলটি।

দিনের অপর ম্যাচে ফ্রোসিনোনেকে ৪-০ গোলে হারিয়েছে এএস রোমা। এছাড়া পার্মার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে নাপোলি।  

Comments