হেলিকপ্টার থেকে লাফ দিয়ে জন্মদিন উদযাপন
নিজের ৫০তম জন্মদিনে আরিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় উদ্যোনে হেলিকপ্টারে ৫০ ফুট ওপর থেকে লাফ দিলেন হলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা উইল স্মিথ। সেসময় তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
পিপলডটকম জানায়, গত ২৫ সেপ্টেম্বর জন্মদিনে ‘পারস্যুট অব হ্যাপিনেস’-অভিনেতা স্মিথ ‘গ্লোবাল সিটিজেন’ সামাজিক সংগঠনের শিক্ষা কর্মসূচির তহবিল জোগাড় করতে ৫০ ফুট উঁচু থেকে ‘বাঙ্গি লাফ’ দেন।
এক লাইফ স্ট্রিমে উইল স্মিথ লাফ দেওয়ার সময় তার ভয়ের কথা জানান। বলেন, “জীবন নিয়ে সবসময়ই আমি একটু ভয়ের মধ্যে থাকি। ছোটবেলায় গ্র্যান্ড ক্যানিয়নে এসেছিলাম। সে নিয়ে মজার অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু, পাহাড়ের কিনারা দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতাটি খুবই ভয়ঙ্কর।”
“তবে, আমার সাহস বাড়তে শুরু করে সেদিন থেকে যেদিন আমি ভয়ঙ্কর বিষয়গুলোকেই আঘাত করতে শুরু করলাম,” যোগ করেন স্মিথ।
Comments