ভারত বধে নতুন চমক আনছেন মাশরাফি
তামিম ইকবাল ইনজুরিতে পরার পর লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত হতে শুরু করে হঠাৎ উড়িয়ে আনা সৌম্য সরকারকে দেওয়া চেষ্টা করা হয়ে গেছে। কিন্তু কোন কিছুতেই লাভ হয়নি বাংলাদেশের। ওপেনিংয়ে দুশ্চিন্তা থাকছেই। তাই ফাইনালে এবার নতুন চমকই উপহার দিবেন বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুক্রবার আরও একটি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শক্তি সামর্থ্যের বিচারে তারা অনেক এগিয়ে। অন্যদিকে চোটে জর্জর বাংলাদেশ দলে মূল শক্তিই যে নেই। তামিমের পর ইনজুরিতে পরে দেশে ফিরে গেছেন সাকিব আল হাসানও। তারপর টপ অর্ডার বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ফাইনালেও পরীক্ষা নিরীক্ষায় যাচ্ছে বাংলাদেশ। এবার হয়তো আনকোরা কাউকেই ওপেনিংয়ে দেখা যেতে পারে বলেই জানালেন অধিনায়ক।
আর সে চমকের জন্য প্রস্তুত থাকতেও বললেন অধিনায়ক, ‘দেখেন টুর্নামেন্টে তো আমরা নিজেরাই অনেক চমক পেয়েছি, আপনাদেরও যা চমকে দিয়েছে। বিভিন্ন সময়ে, বিভিন্ন খেলোয়াড়। যাহোক, পরিস্থিতির কারণে এমন হয়েছে। সাকিব না থাকাটা তো অবশ্যই একটা সমস্যা। কালকেও এমন কাউকে দেখতে পারেন যে কখনো ওপেন করেইনি। এমনও হতে পারে। সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি, আপনাদেরও প্রস্তুত থাকতে হবে।’
নতুন কাউকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা বাংলাদেশের। তবে ঠিক কাকে খেলাতে চান এমন ইঙ্গিত দেননি অধিনায়ক। ক্যারিয়ারের অধিকাংশ সময় তিন নম্বরে খেলা মুমিনুল হক হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ শান্তর হাতের ইনজুরির কারণে ১৫ সদস্যের দলের সঙ্গে বাড়তি হিসেবে মুমিনুলকে দুবাই আনা হয়। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে তামিম ইকবালের ইনজুরির কারণেই তাকে দলে নেওয়া হয়েছিল। তাই বিকল্প ওপেনারের ভাবনায় মুমিনুল আছেন অনেক আগের থেকেই। কে জানে ভারতের বিপক্ষেই হতে পারে তার অন্যরকম অভিষেক।
Comments