প্রধানমন্ত্রী চেষ্টা করতে বলেছেন: মাশরাফি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

পাকিস্তানকে হারানোর পরই নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজাকে। অভিনন্দন জানানোর পর ফাইনাল জেতায় সাহস জুগিয়েছেন তিনি। মাশরাফিই জানালেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথোপকথনের খবর।

বৃহস্পতিবার সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢুকতেই দেখা গেল দাঁড়িয়ে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাংবাদিকদের পেয়ে বোর্ড প্রধান দল নিয়ে নানা ভাবনার কথা বলছিলেন। এক ফাঁকে জানালেন প্রধানমন্ত্রীও ফাইনাল নিয়ে উদগ্রীব হয়ে আছেন। জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে তিনি এখন নিউইয়র্কে। সময় সুযোগ পেলে নাকি তিনি চলেই আসতেন খেলা দেখতে।

ক্রিকেটপ্রেমী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচিতি আছে। অধিনায়ক মাশরাফিও জানালেন তার ফোনের খবর, ‘হ্যাঁ,উনি ফোন দিয়েছিলেন। ড্রেসিংরুমেই  কথা হয়েছে। উনি খুব খুশি হয়েছেন। বলেছেন চেষ্টা করতে ফাইনালে। যদি হয় হবে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে বলেছেন।’

শুক্রবার বিকেলে শক্তিশালী ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। দলের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল না থাকায় কঠিন চ্যালেঞ্জেরই মুখেই বাংলাদেশ।

 

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

7h ago