সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল (৩০ সেপ্টেম্বর) বিএনপি সমাবেশ করার অনুমতি পেয়েছে বলে জানিয়েছেন দলটি একজন জ্যেষ্ঠ নেতা।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দ্য ডেইলি স্টারকে আজ সকালে বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২২টি শর্তে দলটিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে।
সকালে দুই সদস্যের বিএনপি প্রতিনিধি দল সমাবেশের অনুমতি চাওয়ার জন্যে ডিএমপি সদরদপ্তরে যান। দলটির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে তারা সাত দফা দাবি পেশ করতে পারেন।
এই দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচন উপলক্ষে দল-নিরপেক্ষ সরকার গঠন, জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা, সেনা মোতায়েন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করা এবং দলীয় নেতাকর্মীদের মুক্তি।
Comments