‘ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন চায় যুক্তরাষ্ট্র’

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এ পরিবর্তন চায় যুক্তরাষ্ট্র। এক বার্তায় এমনটি জানিয়েছেন দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।
marcia bernicat
ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। ছবি: স্টার ফাইল ফটো

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এ পরিবর্তন চায় যুক্তরাষ্ট্র। এক বার্তায় এমনটি জানিয়েছেন দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।

বার্তায় বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রও তাদের উদ্বেগের কথা জানিয়েছে। দেশটি মনে করে এই আইন বাংলাদেশে বাক-স্বাধীনতাকে দমন করবে- যা বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের জন্যে ক্ষতিকর।

বার্নিকাট বলেন, এই আইনটি নিয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বৈঠককে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।

Comments