চিকিৎসায় নোবেল পেলেন দুই ক্যানসার গবেষক
ক্যানসার গবেষণায় অবদানের জন্য ২০১৮ সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জেমস অ্যালিসন এবং জাপানের তাসুকু হনজো। আজ সোমবার এক ঘোষণায় এই দুইজনের নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।
অ্যালিসন এবং হনজো দেখিয়েছেন যে কীভাবে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ক্যানসারের চিকিৎসা করা যায়, সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট থেকে দেওয়া এক বিবৃতির মাধ্যমে এ কথাই জানিয়েছে নোবেল পরিষদ।
পুরস্কার হিসেবে প্রাপ্ত ৯০ লাখ সুইডিশ ক্রোনার এবার ভাগ করে নেবেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের এই দুই অধ্যাপক।
প্রতিবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয়ীর নাম ঘোষণার মাধ্যমেই শুরু হয় বিশ্বের সবচেয়ে সম্মানসূচক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের। বিজ্ঞান, সাহিত্য এবং শান্তির জন্য উল্লেখযোগ্য অবদানের জন্য ডিনামাইটের আবিষ্কারক ও ব্যবসায়ী স্যার আলফ্রেড বার্নার্ড নোবেলের ইচ্ছা অনুযায়ী ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
সুইডিশ একাডেমির সদস্যদের যৌন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়ার কারণে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না।
Comments