ভয়ঙ্কর কঙ্গনা!

বেনিয়া থেকে শাসক হয়ে যাওয়া ব্রিটিশদের হাত থেকে দেশ উদ্ধারের আশায় ১৮৫৭ সালে সংগঠিত সিপাহী বিপ্লবের সময় যারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের একজন ছিলেন ঝাঁসির রানি লক্ষ্মীবাই। আর সেই নির্ভীক নারীর নাম ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত।

‘মনিকার্নিকা’ চলচ্চিত্রের টিজার

বেনিয়া থেকে শাসক হয়ে যাওয়া ব্রিটিশদের হাত থেকে দেশ উদ্ধারের আশায় ১৮৫৭ সালে সংগঠিত সিপাহী বিপ্লবের সময় যারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের একজন ছিলেন ঝাঁসির রানি লক্ষ্মীবাই। আর সেই নির্ভীক নারীর নাম ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত।

গতকাল (১ অক্টোবর) পরিচালক রাধাকৃষ্ণ জগরলামুন্দির ‘মনিকার্নিকা’-র একটি টিজার প্রকাশিত হলে সেখানে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’-অভিনেত্রী কঙ্গণাকে দেখা যায় একজন সাহসী নারী যোদ্ধার রূপে।

দুই মিনিটের টিজারটির বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে বেনিয়া ব্রিটিশদের বিরুদ্ধে অসীম বিক্রমে ঝাঁসির রানি বা কঙ্গণা রানাউতের লড়াই করে যাওয়ার দৃশ্য। এমন লড়াকু ভূমিকায় অভিনয় করতে গিয়ে শুটিং সেটে আহতও হয়েছিলেন এই অভিনেত্রী।

টিজারটি শুরু হয় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের একটি ভূমিকা দিয়ে। ভরাট কণ্ঠে তিনি জানান স্বাধীনতা-পূর্ব ভারতবর্ষে উপনিবেশিক শক্তির নির্মম নির্যাতনের কথা। জানান, এমনই এক ক্রান্তিলগ্নে কিভাবে আজাদির জন্যে অস্ত্র ধরেছিলেন ঝাঁসির রানি।

ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী ২৫ জানুয়ারি ‘মনিকার্নিকা’-কে মুক্তি দেওয়া কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

2h ago