ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন আরিফুল
এশিয়া কাপের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি এক ম্যাচও। নিজেকে খেলার মধ্যে রাখতে আরিফুল হক তাই দুবাই থেকে ফিরেই নেমে পড়েছিলেন জাতীয় লিগের ম্যাচে। প্রথম দিনে সেঞ্চুরি তুলা এই ব্যাটসম্যান করে ফেলেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।
আগের দিনের ১১৭ রান নিয়ে নামা আরিফুল দ্বিতীয় দিনেও খেলতে থাকেন সাবলীলভাবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দ্বিশতক করে আরিফুল থামেন ২৩১ রানে। প্রথম শ্রেণিতে আরিফুলের এটি অষ্টম সেঞ্চুরি। তার ম্যারাথন ইনিংসে রংপুর বিভাগ প্রথম ইনিংসে ৫০২ রান করেছে।
৩২৫ বলের ইনিংসে আরিফুল মেরেছেন ২১টি চার ও চারটি ছক্কা। আগের দিনের ৩০০ রানের সঙ্গে রংপুর যোগ করেছে আরও ২০২ রান।
গেল শনিবার মধ্যরাতে দলের সঙ্গে ঢাকায় ফেরেন আরিফুল। ফিরেই সোজা চলে যান বগুড়ায়। সোমবার সেখানেই নিজ বিভাগ রংপুরের হয়ে মাঠে নেমে পড়েন তিনি।
Comments