শাহজালালে সোনার বারসহ ইমিগ্রেশন পুলিশ আটক
রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার তিনটি বারসহ ইমিগ্রেশন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক আটক হয়েছেন।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার ওথেলো চৌধুরী জানিয়েছেন, কামরুল ইসলাম মিলন (৪০) নামে ইমিগ্রেশন পুলিশের ওই সদস্যকে গতকাল সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয়।
তার কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের তিনটি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
একটি স্কুল ব্যাগ বহন করে এএসআই কামরুল বিমানবন্দর ত্যাগ করতে চাইলে তাকে তল্লাশির জন্য থামান কাস্টমস কর্মকর্তারা। তবে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
কিন্তু তাকে ধরে ফেলা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সোনার বার পাওয়া যায়। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Comments