এনামুলের ছয় উইকেটের পরও ব্যাকফুটে সিলেট
অনেক দিন পর প্রথম শ্রেণিতে ঝলক দেখালেন এনামুল হক জুনিয়র। ৬ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে থামালেন সাড়ে চারশোর আগে। তবে নিজেরা ব্যাট করতে নেমে ভীষণ বিপাকে সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর প্রথম ইনিংস শেষ হয় ৪২৬ রানে। ওপেনার সাদমান ইসলামের ১৫৭ রানের পর এদিন মোহাম্মদ আশরাফুল করেছে ৫৩ রান। শেষ দিকের ব্যাটসম্যানদের টপাটপ তুলে নিয়ে ইনিংস মুড়ে দেন এনামুল।
তবে ব্যাট করতে নেমে অস্বস্তিতে স্বাগতিকদের ইনিংস। ৬ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শেষ করেছে তারা। ৪৮ রানে ৪ উইকেট নিয়ে সিলেটের ইনিংস কাঁপিয়ে দেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি।
বোলিংয়ের পর ব্যাট হাতেও দায়িত্ব নিয়েছেন এনামুল। শাহানুর (৩৪) এর সঙ্গে ৩৭ রান নিয়ে ক্রিজে আছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩৩২/৪) ১২২.৪ ওভারে ৪২৬ (সাদমান ১৫৭, সৈকত ৪২, শামসুর ৩৪, মার্শাল ৫০, মেহরাব জুনিয়র ৩৮, আশরাফুল ৫৩, জাবিদ ২, সানি ০, অনিক ২৪, শহিদুল ২, আসিফ ২*; আবু জায়েদ ১/৪৬, খালেদ ০/৬৭, এনামুল জুনিয়র ৬/১৬৫, এবাদত ০/৫৩, শাহানুর ৩/৭৫, কাপালী ০/১৫)
সিলেট ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৩২/৬ (সায়েম ১১, শানাজ ১৮, ইমতিয়াজ ১, জাকের ১৯, কাপালী ২, রাজিন ১, শাহানুর ৩৪*, এনামুল জুনিয়র ৩৭*; শহিদুল ০/২৩, অনিক ০/৮, সানি ৪/৪৮, আশরাফুল ২/৩৫)
Comments