মস্কোর কাছে হেরে গেল রিয়াল

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় শেষ দুই ম্যাচে কোন গোলই করতে পারেনি দলটি। তার উপর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ইনজুরি ও অসুস্থতায় নেই অধিনায়ক সের্জিও রামোস, গ্যারেথ বেল, মার্সেলো ও ইসকোর মতো খেলোয়াড়। দ্বিতীয় সারির দল নিয়ে মস্কোয় কুলিয়ে উঠতে পারেনি দলটি। ০-১ গোলে সিএসকেএ মস্কোর কাছে হেরেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় শেষ দুই ম্যাচে কোন গোলই করতে পারেনি দলটি। তার উপর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ইনজুরি ও অসুস্থতায় নেই অধিনায়ক সের্জিও রামোস, গ্যারেথ বেল, মার্সেলো ও ইসকোর মতো খেলোয়াড়। দ্বিতীয় সারির দল নিয়ে মস্কোয় কুলিয়ে উঠতে পারেনি দলটি। ০-১ গোলে সিএসকেএ মস্কোর কাছে হেরেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে ‘জি’ গ্রুপের এ ম্যাচের ৬৫ সেকেন্ডেই টনি ক্রুসের ভুলে গোল খেয়ে বসে রিয়াল। সে গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।  লুজনিকি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টনি ক্রুস ব্যাক পাস করতে চেয়েছিলেন রাফায়েল ভারানেকে। ঠিকভাবে করতে না পারায় বল ধরে জালে জড়ান মস্কোর ক্রোয়েশিয়ান তারকা নিকোলা ভ্লাসিচ।

গোল খেয়েও ঠিকভাবে খেলা গোছাতে পারেনি রিয়াল। উল্টো বেশ কিছু গোছানো আক্রমণ করে মস্কো। ২৮ মিনিটে মাঝ মাঠ থেকে বল এগিয়ে নিয়ে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শট নিয়েছিলেন কাসেমিরো। কিন্তু দুর্ভাগ্য তার গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও পারেনি ক্রস বারকে। পোস্টের বাইরের দিকে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত থাকতে হয় দলটিকে।

৪০ মিনিটে রিয়ালকে আবার হতাশ হতে হয়। আবারো পোস্টে লেগে বল ফিরে আসে। সের্জিও রিগুইলনের ক্রস থেকে দারুণ হেড দিয়েছিলেন করিম বেনজেমা। কিন্তু ফরাসি স্ট্রাইকারের সে হেড ব্যর্থ হয়ে যায় ক্রসবারে লেগে। ৪৯ মিনিটে মার্কো আসেনসিওর দূরপাল্লার শট বাঁদিকে ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক ইগর আকিনফেভ। ৭৭ মিনিটে ব্যবধান বাড়াতে পারতো মস্কোও। জাকা বিয়োলের শট ঝাঁপিয়ে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক নাভাস।

৮৭ মিনিটে দানি কাবাওলের ক্রসে ফিফা বর্ষসেরা ফুটবলের পুরস্কার জেতা লুকা মদ্রিচ মাথা ছোঁয়াতে পারলেই সমতায় ফিরতে পারতো রিয়াল। পরের মিনিটে আলভারো ওদ্রিওসোলার ক্রসে মারিয়ানো দিয়াজের হেড ফিরে আসে পোস্টে লেগে। ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড দেখেন গোলরক্ষক আকিনফেভ। রেফারির সঙ্গে তর্কে জড়ালে আবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

এ জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো সিএসকেএ মস্কো। দুই ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩। এ গ্রুপের অপর ম্যাচে এডেন জেকোর হ্যাটট্রিকে ভিক্টোরিয়া প্লজেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে এএস রোমা। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইতালির ক্লাবটি।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

27m ago