আগাম জামিন পেলেন ফখরুলসহ বিএনপির ৭ নেতা

জনসভা থেকে সরকারের বিরুদ্ধে ‘উস্কানিমূলক বক্তব্য’ দেওয়ার অভিযোগে পুলিশের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের সাত জন নেতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। গত ১ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলায় মোট ৪৫ জনকে আসামি করা হয়।
Gavel

জনসভা থেকে সরকারের বিরুদ্ধে ‘উস্কানিমূলক বক্তব্য’ দেওয়ার অভিযোগে পুলিশের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের সাত জন নেতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। গত ১ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলায় মোট ৪৫ জনকে আসামি করা হয়।

আজ জামিন পাওয়া বিএনপির অন্য ছয় জন নেতার মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও মঈন খান।

আগাম জামিনের জন্য বিএনপির নেতাদের পক্ষ থেকে করা পৃথক দুটি আবেদনের শুনানি হয় আজ। বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের আজ তাদের জামিন মঞ্জুর করেন। মামলাটিতে সংশ্লিষ্ট নিম্ন আদালতে পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন বলে হাইকোর্ট আদেশ দেন।

গত ১ অক্টোবর করা ওই মামলার অভিযোগে বলা হয়, রোববার রাত সোয়া ৮টার দিকে মগবাজার এলাকায় বিএনপি সমর্থকরা হাত বোমার বিস্ফোরণ ঘটায়, হত্যার উদ্দেশে পুলিশের ওপর আক্রমণ চালায়, যানবাহন ভাঙচুর করে এবং পুলিশের কাজে বাধা দেয়।

অভিযোগে পুলিশ বলছে, সমাবেশে বিএনপির নেতারা সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার পর ফেরার পথে দলের সমর্থকরা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। তবে এই মামলার আসামিদের মধ্যে একাধিক নেতা সেদিন দেশে ছিলেন না বা সমাবেশে যোগ দেননি। তবুও আসামি করা হয়েছে তাদের।

আরও পড়ুন: বিএনপির শীর্ষ নেতাদের নামে ‘গায়েবি’ মামলা

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

Six people of two families died last night in separate landslides triggered by relentless rain in Cox’s Bazar Sadar upazila and at a Rohingya camp in Ukhiya upazila.

39m ago