‘সূর্যকে আঙুল দিয়ে ঢাকা যায় না’
এমন বাজে সময় খুব কমই দেখেছে রিয়াল মাদ্রিদ। শেষ তিন ম্যাচে জয়হীন তারা। সবচেয়ে বড় কথা এ তিন ম্যাচে একটি গোলও আদায় করতে পারেনি দলটি! বিস্ময়কর হলেও সত্যি। তাতেই আলোচনায় এসেছেন চলতি মৌসুমের শুরুতে দল ছেড়ে যাওয়া ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার অভাব যে রিয়াল ভালো ভাবেই টের পাচ্ছে তা আরও একবার জানালেন দলের প্রধান গোলরক্ষক কেইলর নাভাস।
চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলই রিয়াল। শেষ চার আসরে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। লা লিগার গোল খরা তাই এ আসরের ম্যাচেই ঘুচবে বলে প্রত্যাশা ছিল দলটির। কিন্তু তা তো হয়নি, উল্টো অপেক্ষাকৃত দুর্বল সিএসকেএ মস্কোর কাছে হেরে যায় তারা। ম্যাচে মাঝে মধ্যে দুই একটা আচমকা দূরপাল্লার শট ছাড়া পুরো ম্যাচে বলার মতো ভালো কোন আক্রমণও করতে পারেনি দলটি।
রোনালদো ক্লাব ছেড়ে যাওয়ার পর তার জায়গায় মান সম্পন্ন কাউকে টানতে পারেনি রিয়াল। তার জেরটা খুব ভাবেই টের পাচ্ছে মন্তব্য করেন নাভাস। রোনালদোকে সূর্যের সঙ্গে তুলনা দিয়ে বললেন, ‘ক্রিস্তিয়ানোর দল ছাড়া ক্লাবের জন্য খুব ভারী পড়ে গেছে। আপনি কখনোই সূর্যকে আঙুল দিয়ে ঢাকতে পারবেন না। সে যখন এখানে (রিয়াল মাদ্রিদ) ছিল তখন প্রচুর গোল করেছে। কিন্তু এটা এর মধ্যেই অতীত হয়ে গিয়েছে। আর আমরা অতীতে বসবাস করতে পারি না।’
চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন রোনালদো। রিয়ালে নয় বছরের ক্যারিয়ারে এ লিগে করেছেন ১০৫টি গোল। সেই রোনালদোকেই চলতি মৌসুমের শুরুতে ছেড়ে দেয় দলটি। তাকে ছাড়া দল লা লিগায় যেমন সংগ্রাম করছে তেমনি করছে চ্যাম্পিয়ন্স লিগেও।
তবে মস্কোর বিপক্ষে হারকে কেবল দুর্ভাগ্য বলেই মনে করছেন নাভাস, ‘আমরা খুবই দুঃখিত, তারা একটা সুযোগ পেয়েছে এবং সেটাই তারা কাজে লাগিয়েছে। আমরা কিছু দারুণ সুযোগ পেয়েছিলাম কিন্তু গোল আদায় করতে পারিনি। প্রতি ম্যাচে আপনাকে স্কোর করতেই হবে এবং সে সুযোগও ছিল। আমরা দুর্ভাগা ছিলাম। তবে সামনের ম্যাচে আমাদের গোল করতেই হবে।’
Comments