নেইমারের হ্যাটট্রিকে পিএসজির জয়
ম্যাচের আগে জোর দিয়েই বলেছিলেন, সেরা ছন্দে নেই তিনি। কিন্তু ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে পুরো ম্যাচটাই ছিল নেইমারময়। দারুণ এক হ্যাটট্রিক করেছেন এ ব্রাজিলিয়ান। যার মধ্যে রয়েছে দুটি জাদুকরী ফ্রিকিক। তার সঙ্গে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে, এডিসন কাভানি ও আনহেল দি মারিয়াও। ফলে রেড স্টার বেলগ্রেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েই চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে প্রথম জয় তুলে নিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
প্যারিসে ম্যাচের ২০তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ফ্রিকিক থেকে প্রায় ২২ গজ দূর থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন নেইমার। এর দুই মিনিট পর আবার গোল পান তিনি। এমবাপেকে বল দিয়ে ডি-বক্সে ঢুকে ফিরতি পাসে আলতো টোকায় জালের ঠিকানা খুঁজে নেন এ ব্রাজিলিয়ান।
৩৭ মিনিটে দারুণ এক গোল দেন কাভানি। ডি-বক্সের মধ্যে দুজনকে কাটিয়ে শট নিলে তা মিলোস দেগেনেকের গায়ে লেগে বল জালে জড়ায়। চার মিনিটে পর থমাস মুনিয়ের গোলমুখে বল বাড়ালে তাতে প্রয়োজন ছিল একটা টোকার। আর তা করেই লক্ষ্যভেদ করেন দি মারিয়া। ফলে চার গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফরাসী চ্যাম্পিয়নরা।
বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখে পিএসজি। ৬৯ মিনিটে গোল পান এমবাপে। নেইমারের বাড়ানো বলে দি মারিয়ার নেওয়া শট ঝাঁপিয়ে ফিরিয়ে দেন রেড স্টার গোলরক্ষক মিলান বোরান। ফিরতি বল আবার পেয়ে নেইমার এবার দেন হুয়ান বের্নাতকে। গোল মুখে বল পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন এমবাপে।
৭৪ মিনিটে সান্ত্বনাসূচক গোলটি পায় রেড স্টার। লোরেঞ্জো এবেসিওর বাড়ানো বল ধরে সাভেনা জেজদার কোণাকোণি শট জাল খুঁজে নেয়। ৮১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। ফ্রিকিক থেকে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। এ গোলে চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ ৩০ গোল দেওয়া কাকাকে স্পর্শ করলেন নেইমার।
এ জয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে আছে পিএসজি। এই গ্রুপের অপর ম্যাচে নাপোলির কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে ১-০ ব্যবধানে হেরে গেছে লিভারপুল। দুই ম্যাচে ৩ পয়েন্ট তাদেরও। তবে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে দলটি। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। রেড স্টারের পয়েন্ট ১।
Comments