যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া সৌদি বাদশাহর ক্ষমতা দুই সপ্তাহও টিকবে না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ক্ষমতা ‘দুই সপ্তাহও’ টিকবে না।
মিসিসিপি অঙ্গরাজ্যের সাউথাভেনে এক সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘সৌদি আরবকে রক্ষা করে যাচ্ছি আমরা। আপনি কি তাদের ধনী বলবেন। আমি বাদশাহ সালমানকে পছন্দ করি। কিন্তু আমি তাকে বলেছি যে- আমরা আপনাকে রক্ষা করছি। আমাদের ছাড়া আপনি দুই সপ্তাহও ক্ষমতায় টিকতে পারবেন না। আপনাকে অবশ্যই সেনাবাহিনীর জন্য অর্থ ব্যয় করতে হবে।’
তবে সৌদি বাদশাহর সঙ্গে এই কথোপকথন কবে, কোথায় হয়েছে সে ব্যাপারে কোনও তথ্য দেননি ট্রাম্প।
সৌদি আরবের ক্ষমতাসীন নেতার সম্পর্কে ট্রাম্পের এ ধরনের রাজনৈতিক উপহাস সত্ত্বেও দেশটির সঙ্গে মার্কিন প্রশাসনের ব্যাপক সখ্যতা রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য বিস্তার ঠেকাতেই যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের এই হৃদ্যতা। তথ্যসূত্র: এপি
Comments