চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে নিহত ২
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় আজ (৫ অক্টোবর) সকালে একটি সন্দেহভাজন জঙ্গি আস্তানায় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব।
আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মতে নিহতরা নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র সদস্য।
তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বিস্ফোরণের পর সেখানে সন্দেহভাজন দুজন জঙ্গির ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে অভিযান শেষ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “নিহতরা জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-র সদস্য এবং তারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলো।”
খবর পেয়ে র্যাবের একটি দল আজ (৫ অক্টোবর) ভোররাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে সেই এলাকায় অভিযান চালায়। তারা সেখানে একটি একতলা টিনের বাড়ি ঘিরে রাখে বলে যোগ করেন তিনি।
‘জঙ্গিদের’ আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ করে গুলি ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসেস (আইইডি) ছোড়ে। এরপর, র্যাবও পাল্টা গুলি ছোড়ে বলে উল্লেখ করেন র্যাব কর্মকর্তা।
“এরপর, ভোর সাড়ে ৪টার দিকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। জঙ্গিরা নিজেরাই সেই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে,” বলেন মুফতি মাহমুদ খান।
ঘটনাস্থল থেকে একটি একে ২২ রাইফেল, তিনটি পিস্তল, গ্রেনেড বানানোর কাঁচামাল এবং বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাবের বোমা নিষ্ক্রিয় করার দল এসে উদ্ধারকৃত পাঁচটি বোমা নিষ্ক্রিয় করে বলেও তিনি জানান।
Comments