দুই দিনেই মরণ দশা ওয়েস্ট ইন্ডিজের
প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন অভিষিক্ত পৃথ্বী শ। এদিন সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা। তিন সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়ের নিচে শেষ সেশনেই হুড়মুড়িয়ে ধসে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
রাজকুট টেস্টের দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৬৪৯ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। ব্যাট করতে নেমে মরণ দশা ওয়েস্ট ইন্ডিজের। ৬ উইকেটে ৯৪ রান নিয়ে দিন শেষ করেছে তারা। ফলোঅন এড়াতেই এখনো দরকার সাড়ে তিনশোর বেশি রান।
শুক্রবার অনুমিতই ভাবেই রাজত্ব ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। আগের দিনের ৭২ রান নিয়ে খেলতে নামা অধিনায়ক কোহলি এদিন নেমে অনায়াসেই তুলে নেন নিজের ২৪তম টেস্ট শতক। সেঞ্চুরি পেতে পারতেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তও। ৯২ রানে ধর্য্যহারা হয়ে থেমেছেন তিনি। তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ঠিকই তুলে নেন রবীন্দ্র জাদেজা। তার শতকে ভারত পৌঁছে যায় সাড়ে ছয়শর কাছে। জাদেজার সেঞ্চুরির পর পরই অবশ্য ইনিংস ঘোষণা করেন কোহলি।
দিনের বাকি অংশ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাঁপাকাপির। ৭ রানেই দুই ওপেনারকে ফিরিয়ে শুরুটা করেন পেসার মোহাম্মদ শামি। উইকেট নেওয়ার মিছিলে পরে যোগ নেন তিন স্পিনার রবীচন্দ্র অশ্বিন, জাজেদা ও কুলদীপ যাদব। শ্যানন হেটমায়ার হন রানআউট। সব মিলিয়ে ৭৪ রানে ৬ উইকেট খুইয়ে দুই দিন পরই বড় পরাজয়ের শঙ্কায় পড়ে গেছে সফরকারীরা।
দিনশেষে ক্যারিবিয়ানদের বড় বিব্রতিকর পরিস্থিতির হাত থেকে বাঁচাতে লড়ে টিকে আছেন রোস্টন চেজ। ২৭ রান করা চেজের সঙ্গী ১৩ রান করা কেমো পল।
Comments