ইউটিউবে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২
ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে গুজব ছড়ানোর অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন। এদের মধ্যে ইউটিউব চ্যানেল এসকে টিভি’র একজন এডমিন রয়েছেন।
র্যাব সূত্র জানায়, রাজধানীর উত্তরা থেকে এদের আটক করা হয়। অভিযোগ রয়েছে, ইউটিউব ভিডিওতে তারা ‘রাষ্ট্রবিরোধী গুজব’ ছড়াচ্ছিলেন।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, উত্তরার ১৩ নম্বর সেক্টর থেকে গতরাতে খালিদ (৩০) ও হাসিবুল্লাহ (২১) নামের দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতদের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
Comments