রোনালদোর গোলে জুভেন্টাসের জয়
সিরিএ’তে জুভেন্টাসের জয়রথ চলছেই। উদিনেসের বিপক্ষেও সহজ জয় তুলে নিয়েছে দলটি। রদ্রিগো বেন্তানকুর ও ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে প্রতিপক্ষের মাঠে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জুভেন্টাস। ১৯ মিনিটে মিরানাজ পিয়ানিজের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে তখনই এগিয়ে যেতে পারতো তুরিনরা। তবে ৩৩তম মিনিটে এগিয়ে যায় তারা। প্রতি আক্রমণ থেকে হোয়াও কানসেলোর ক্রসে লাফিয়ে উঠে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের মিডফিল্ডার বেন্তানকুর।
তিন মিনিট পরে দুর্দান্ত এক সেভ করেন উদিনেসে গোলরক্ষক সাইমন স্কাফেট। হোয়াও কানসেলোর ক্রস থেকে বল দারুণ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যে জোরালো শট করেছিলেন মারিও মানজুকিচ। তার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক।
তবে ৩৭ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। ডি-বক্সে মানজুকিচের বাড়ানো বলে বাঁ পায়ের কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন রোনালদো। চলতি মৌসুমে জুভেন্টাসের জার্সি গায়ে এটা তার চতুর্থ গোল। ৪২ মিনিটে গোল পেতে পারতো উদিনেসেও। আন্তনিন বারাকের দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসে।
৫০ মিনিটে গোল করার সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিল উদিনেসে। গোলমুখে ফাঁকায় বল পেয়েও ঠিকভাবে বলে পা লাগাতে পারেননি কেভিন লাসাগনা। ৭০ মিনিটে রোনালদোর পাস থেকে দারুণ শট নিয়েছিলেন ফেদেরিকো বের্নারদেস্কি। তবে তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
৭৪ মিনিটে উদিনেসেকে গোলবঞ্চিত করেন জুভেন্টাস গোলরক্ষক। ইগনাসেয়ো পাসেত্তোর দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি। পরের মিনিটে মানজুকিচের শট কোণাকোণি শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ৮৪ মিনিটে কানসালোর শট বারে লেগে ফিরে আসে। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তুরিনদের।
এ জয়ে আট ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ২৪। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।
Comments