অচেনা সিয়াম!

Siam
অভিনেতা সিয়াম। ছবি: সংগৃহীত

‘পেড়ামন-২’ ছবিতে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছিলেন সিয়াম। এবার চমকে দিলেন ‘দহন’ ছবির মাত্র ৩২ সেকেন্ডের প্রথম টিজারটি দিয়ে। এখানে একেবারে অচেনা চেহারায় দেখা যায় সিয়ামকে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ফেসবুক পেজে প্রকাশিত টিজারটিতে রয়েছে রাস্তায় পিকেটিংয়ের দৃশ্য। আর সেখানে হাজির সিয়াম।

সিয়াম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন ‘দহন’ ছবিতে একটি নেতিবাচক চরিত্রে দেখা যাবে আমাকে। আমি এখানে বিভিন্ন রাজনৈতিক দলকে মানুষ সরবরাহের কাজ করি। পাশাপাশি আমি একজন নেশাগ্রস্থ যুবকও। এসবের কারণে জেলেও যেতে হবে আমাকে।”

চরিত্রটিকে ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবিটিতে নায়িকা হিসেবে রয়েছেন পূজা চেরি। সাংবাদিক চরিত্রে দেখা যাবে মম এবং পুলিশ চরিত্রে শিমুল খানকে।

‘দহন’ চলতি বছরই মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থাটি।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago