ঐশ্বরিয়ার সঙ্গে বলিউডে অভিনয় করতে চান উইল স্মিথ

বলিউডে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে একটি মাসালা মুভিতে অভিনয় করতে চান হলিউডের ‘ইন্ডিপেন্ডেন্স ডে’-অভিনেতা উইল স্মিথ।
Will Smith and Aishwarya Rai Bachchan

বলিউডে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে একটি মাসালা মুভিতে অভিনয় করতে চান হলিউডের ‘ইন্ডিপেন্ডেন্স ডে’-অভিনেতা উইল স্মিথ।

স্মিথ বলেন, “আমার ইচ্ছা নাচের দৃশ্য-সমৃদ্ধ বলিউডের একটি চলচ্চিত্রে অভিনয় করার। পনের বছর আগে ঐশ্বরিয়ার সঙ্গে যখন দেখা হয় তখন তাকে আমি বিষয়টি বলেছিলাম। কিন্তু, এখনো তা ঘটেনি। খুব সম্ভব, আমি তার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করবো।”

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল আজ (৭ অক্টোবর) এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে যোগ দেওয়া উইল স্মিথ বলিউড অভিনেতা ফারহান আখতারের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর হেলিকপ্টার থেকে লাফ দিয়ে ৫০তম জন্মবার্ষিকী পালন করেন ‘আই অ্যাম লিজেন্ড’ অভিনেতা।

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

2h ago