প্রথম দিনেই ম্যাচের লাগাম রাজশাহীর হাতে
বোলারদের দাপটে ওয়াল্টন জাতীয় লিগের প্রথম দিনে রংপুর বিভাগের প্রথম ইনিংস মাত্র ১৫১ রানেই গুটিয়ে দিয়েছে রাজশাহী বিভাগ। অপর দিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পেয়েছে উড়ন্ত সূচনা। তাই প্রথম দিনেই চালকের আসনে রাজশাহী বিভাগ।
প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। বোলারদের দাপটে শুরু থেকেই কোণঠাসা হয়ে পরে দলটি। নাঈম ইসলাম ছাড়া আর কোন ব্যাটসম্যানই দায়িত্ব নিতে ব্যর্থ হলে মাত্র ১৫১ রানেই গুটিয়ে যায় দলটি। ১৪২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন নাঈম। এছাড়া সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে আসে ২৯ রান।
ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করা লিটন দাসও। ৩২ বলে ১৭ রান করেন তিনি। রাজশাহীর পক্ষে মহর শেখ ৩৭ রানের খরচায় পেয়েছেন ৩টি উইকেট। ৩৯ রানের বিনিময়ে ফরহাদ রেজাও পেয়েছেন ৩টি উইকেট। এছাড়া শফিকুল ইসলাম পান ২টি উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে রাজশাহী বিভাগ। জাতীয় দলের তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ৩৭ রানে অপরাজিত আছেন। এছাড়া মিজানুর রহমান ৫৯ রানে উইকেটে আছেন। এ জুটিতে এখন পর্যন্ত এসেছে ৯৯ রান।
সংক্ষিপ্ত স্কোর : (প্রথম দিন শেষে)
রংপুর বিভাগ :
প্রথম ইনিংস : ১৫১ (লিটন ১৭, জাহিদ ৮, মাহমুদুল ১৮, নাঈম ৬০, তানবীর ০, আরিফুল ৫, ধীমান ০, সোহরাওয়ার্দী ২৯, সাজেদুল ৫, সাদ্দাম ১* শুভাশিস ০; রেজা ৩/৩৯, মহর ৩/৩৭, শফিকুল ২/৩১, তাইজুল ১/২৬, সানজামুল ১/১২)।
রাজশাহী বিভাগ :
প্রথম ইনিংস : ৯৯/০ (শান্ত ৩৭, মিজানুর ৫৯; শুভাশিস ০/১৬, আরিফুল ০/২২, সাদ্দাম ০/১১, সোহরাওয়ার্দী ০/২২ মাহমুদুল ০/২৫)।
Comments