অবশেষে নীরবতা ভাঙ্গলেন হৃতিক রোশান

বলিউডে চলমান যৌন হয়রানি বিতর্কে মুখ বন্ধ রেখেছিলেন হৃতিক রোশান। যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিনেত্রীরা তাদের একজন পরিচালক বিকাশ বাহল। এই পরিচালকের পরবর্তী চলচ্চিত্র ‘সুপার ৩০’ এ অভিনয় করছেন ‘ক্রিশ’ অভিনেতা।
Hrithik Roshan
অভিনেতা হৃতিক রোশান। ছবি: সংগৃহীত

বলিউডে চলমান যৌন হয়রানি বিতর্কে মুখ বন্ধ রেখেছিলেন হৃতিক রোশান। যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিনেত্রীরা তাদের একজন পরিচালক বিকাশ বাহল। এই পরিচালকের পরবর্তী চলচ্চিত্র ‘সুপার ৩০’ এ অভিনয় করছেন ‘ক্রিশ’ অভিনেতা।

তবে নীরবতা ভাঙ্গলেও হৃতিক মুখে আনেননি বিকাশের নাম। আজ (৮ অক্টোবর) এক টুইটার বার্তায় এসব অভিযুক্ত ব্যক্তিদের কাজ করা ‘সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।

এছাড়াও, ‘সুপার ৩০’ সিনেমার প্রযোজকদের তিনি অভিযোগগুলো খতিয়ে দেখার অনুরোধ করে ‘প্রয়োজনে কঠোর ব্যবস্থা’ নেওয়ার পরামর্শও দিয়েছেন।

আরও পড়ুন: এবার অভিযোগের তীর ছুড়লেন কঙ্গনা রানাউত

অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের শাস্তিও কামনা করেন ‘জোধা আকবর’ অভিনেতা। পাশাপাশি, যারা হয়রানির শিকার হয়েছেন তাদেরকে শক্তি ও সাহস জোগানোর মতো পরিস্থিতি তৈরি করার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, পরিচালক বিকাশের বিরুদ্ধে এক নারী সহকর্মী যৌন হয়রানির অভিযোগ তুললে সেই নারীর প্রতি সমর্থন জানাতে গিয়ে গত ৬ অক্টোবর ইন্ডিয়া টুডে-তে এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন ‘কুইন’ অভিনেত্রী কঙ্গনা রানাউত।



Comments

The Daily Star  | English

Displaced bearing pad disrupted metro rail service: DMTCL official

Both local and Japanese workers and engineers were seen working to lift the pad back onto the pier

1h ago