কক্সবাজারে সাদিকুরের সেঞ্চুরি
দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদিকুর রহমান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে সেঞ্চুরির পথে ছিলেন ইয়াসির আলিও। তবে পারেননি। এ দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৮২ রান তুলেছে চট্টগ্রাম বিভাগ।
দ্বিতীয় স্তরের ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম। দলীয় ২৩ রানে মাহিদুল ইসলাম অংকন আউট হলে ভাঙে ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন আরেক ওপেনার সাদিকুর।
দলীয় ৮৯ রানে মুমিনুলকে বোল্ড করেন নাবিল সামাদ। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৫২ বলে ৪৩ রান করেন অধিনায়ক। এরপর ইয়াসির আলির সঙ্গে ১৩৭ রানের দারুণ এক জুটি গড়েন সাদিকুর। কিন্তু এ জুটি ভাঙতেই ছন্দপতন। এরপর ৪১ রান তুলতেই ৭টি উইকেট হারায় তারা।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১০৬ রান করেছেন সাদিকুর। ১৯০ বলে ৯টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ১৪৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ইয়াসির। সিলেটের পক্ষে ৫৮ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন শাহানুর রহমান। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন আবু জায়েদ রাহী ও নাবিল সামাদ।
সংক্ষিপ্ত স্কোর : (প্রথম দিন শেষে)
চট্টগ্রাম বিভাগ :
প্রথম ইনিংস : ২৮২/৯ (সাদিকুর ১০৬, অংকন ১, মুমিনুল ৪৩, ইয়াসির ৮৪, তাসামুল ০, শুক্কুর ১৪, সাইফউদ্দিন ২০*, নাঈম ০, ইয়াসিন ০, ইরফান ০, জুবায়ের ৪*; রাহী ২/৫৩, খালেদ ১/৭৬, শাহানুর ৩/৫৮, এনামুল ১/৪০, নাবিল ২/৩৬, কাপালী ০/১৮)।
Comments