দ্বিতীয় দিনেও লড়ছে খুলনা-বরিশাল

খুলনায় প্রথম দিনেই জমজমাট লড়াই উপহার দিয়েছিল খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ। দ্বিতীয় দিনেও লড়াই চলছে সমান তালে। বরিশালের প্রথম ইনিংস ২৯৯ রানেই গুটিয়ে দিয়েছে খুলনা। সুবিধাজনক অবস্থানে নেই তারাও। ১৯৯ রান তুলতেই সাজঘরে গিয়েছেন প্রথম সারির ছয় ব্যাটসম্যান।

প্রথম স্তরের ম্যাচে শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের ৮ উইকেট ২৬৬ রান নিয়ে ব্যাট কতে নামে বরিশাল। এদিন শেষ দুই উইকেট হারিয়ে ৩৩ রান যোগ করেছে তারা। ৪৮ রানে অপরাজিত থাকা নুরুজ্জামান এদিন সৌম্য সরকারের বল আউট হওয়ার আগে খেলেছেন ৭৪ রানের ইনিংস। তবে ২১ রানে অপরাজিত থাকা মনির হোসেন এদিন মাত্র এক রান যোগ করতে পেরেছেন। ফলে ২৯৯ রানে অলআউট হয়ে যায় তারা।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। দলীয় ১৭ রানেই দুই ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হক বিজয় আউট হন। এরপর তৃতীয় উইকেটে জুটিতে ৫৫ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন সৌম্য ও তুষার ইমরান। কিন্তু ১৬ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে আবার চাপে পরে দলটি।

ষষ্ঠ উইকেটে জিয়াউর রহমানের সঙ্গে ১০৬ রানের দারুণ এক জুটি গড়ে দলের ইনিংস মেরামত করেন মোহাম্মদ মিঠুন। ১২৪ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। ৪টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। জিয়াউর রহমান অপরাজিত আছেন ৪৬ রানে। এছাড়া সৌম্য ৩৩ ও তুষার ৩১ রান করেন। বরিশালের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও সোহাগ গাজী।

সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)

বরিশাল বিভাগ:

প্রথম ইনিংস : ২৯৯ (নাফীস ৪১, রাফসান ২২, ফজলে মাহমুদ ১২, আল আমিন ১৫, মোসাদ্দেক ৭, সোহাগ ৩৮, সালমান ২২, নুরুজ্জামান ৭৪, শামসুল ৩০, মনির ২২, রাব্বি ৫*; আল-আমিন ৩/৬৭, সৌম্য ১/১০, মেহেদি ২/৪৯, রাজ্জাক ৩/১২১, আফিফ ১/৩৯, ইমরুল ০/৭)।

খুলনা বিভাগ:

প্রথম ইনিংস : ১৯৯/৬ (ইমরুল ৬, বিজয় ৬, সৌম্য ৩৩, তুষার ৩১, মিঠুন ৭২, সোহান ৪, জিয়া ৪৬*, আফিফ ০*; রাব্বি ২/২৬, মনির ১/৫১, গাজী ২/৫৮, সালমান ১/২৭, মোসাদ্দেক ০২৩, ফজলে ০/১৩)।

Comments

The Daily Star  | English

Israeli military says it killed Iran's wartime chief of staff

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

5h ago