চোখ দান করবেন শুভ
ঢাকাই চলচ্চিত্রের নায়ক আরিফিন শুভ মরণোত্তর চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে কয়েকটি ফাউন্ডেশনের সঙ্গে কথাও বলেছেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত এই অভিনেতা।
আরিফিন শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অন্ধত্বের মতো হতভাগ্যের আর কিছু নেই। কেউ যদি একটু এগিয়ে আসেন তাহলে একজন মানুষ পৃথিবী দেখতে পাবেন। এটি অনেক বড় প্রাপ্তি।”
“মৃত্যুর পর আমাদের শরীরের প্রয়োজন নেই। কিন্তু তা অন্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। এজন্য মৃত্যুর পর আমার চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছি,” যোগ করেন তিনি।
কিছুদিন থেকে নিজেকে নতুনভাবে তৈরি করেছেন বলেও উল্লেখ করেন শুভ।
শুভর কলকাতার ছবি ‘আহা রে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। শিগগির শুরু হবে ‘সাপলুডু’ নামের তার একটি নতুন ছবির শুটিং।
Comments