ফিলিস্তিনের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ
২০১৫ সালের পর আবার বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ফিলিস্তিন। শক্তি ও র্যাংকিং দুই দিকেই এগিয়ে তারা। দুশ্চিন্তা ছিল তাদের লম্বা শারীরিক গড়ন নিয়েও। শেষ পর্যন্ত পেরে ওঠেনি বাংলাদেশ। তবে লড়াই করেছে সমান তালে। ০-২ গলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জেমি ডের দল।
কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বুধবার ম্যাচের ৮ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। শুরু থেকে লম্বা পাসে খেলতে থাকার সুবিধা আদায় করে নেয় ফিলিস্তিন। মুসাব বাতাতের ক্রস থেকে হেড করে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ বালাহ। ব্যবধান দ্বিগুণ হতে পারত পরের মিনিটেই। কর্নার থেকে পাওয়া বলে আব্দুল্লাতিফ আলবাহাদারির হেডে বল ক্রসবারে লেগে ফিরে আসে।২১ মিনিটে সমতায় ফিরতে পারত বাংলাদেশ। নাবীব নেওয়াজ জীবন পাস থেকে মাহবুবুর রহমান সুফিলের শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার।
৩৪ মিনিটে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। দাব্বাঘ ওদেইয়ের শট ফিরিয়ে দেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় জাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। সুফিলের পাস থেকে জীবনের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা বাড়ে বাংলাদেশের।
৬০ মিনিটে তপু বর্মণ ফিরিয়ে দেন খালেদ সালেমের শট। ১০ মিনিট পর গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি খালেদ। ৮৮ মিনিটে বাতরান ইসলামের শট অল্পের জন্য জাল খুঁজে পায়নি। তবে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে সতীর্থের থ্রো ইন হেড করে গোলমুখে বল দেন দাব্বাঘ। বল পেয়ে জালে জড়াতে কন ভুল করেননি বদলি ফরোয়ার্ড মারাবাহ সামেহ।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ আসরের ফাইনালে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ফিলিস্তিন-তাজিকিস্তান।
Comments