সাদমানের ১১ রানের আক্ষেপ, জিয়ার সেঞ্চুরি

নিম্নচাপের কারণে দেশের প্রায় সব জায়গায় সারাদিন টিপটিপ বৃষ্টি থাকে। ফলে মাঠ খেলার অনুপযোগী যাওয়ায় কক্সবাজারে আগের দিনের মতো এদিনও এক বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির তোপে অর্ধেকের বেশি ভেসে গেছে ফতুল্লা ও খুলনাতেও। তবে এর মধ্যেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাদমান ইসলাম অনিককে। প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি মিস করেছেন ১১ রানের জন্য।

ঢাকা বিভাগ বনাম ঢাকা মেট্রো

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার তৃতীয় দিনের মাঠে গড়িয়েছে ৫২.২ ওভার।  ৪ উইকেটে ৩১২ রান নিয়ে দিন শুরু মেট্রোর আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান সাদমান ও মেহরাব হোসেন জুনিয়র বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮৬ রানের পর আর মাত্র ৩ রান যোগ করতেই আউট হন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে।  ৩২৬ বলে  ২১টি চার ও ১টি ছক্কায় ১৮৯ রান করেন সাদমান।

শেষ ৬টি উইকেট তারা হারিয়েছে ৬৯ রান তুলতেই। ফলে মেট্রোর প্রথম ইনিংসে থামে ৩৮৭ রানে। মেহরাব ৪১ ও জাবিদ হোসেন অপরাজিত ৩২ রান করেন। ঢাকা বিভাগের পক্ষে ৮০ রানের খরচায় ৪ উইকেট নেন বাঁহাতি পেসার সালাউদ্দিন। ২টি করে উইকেট নেন অপু ও শাহাদাত হোসেন।

১৮১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে ২ উইকেটে ৫০ করেছে ঢাকা বিভাগ। শুরুতেই রনি তালুকদারকে হারানোর পর বেশিক্ষণ টিকেননি আরেক ওপেনার আব্দুল মজিদও। সাইফ হাসান অপরাজিত আছেন ২৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর : (তৃতীয় দিন শেষে)

ঢাকা বিভাগ :

প্রথম ইনিংস : ২০৬।

দ্বিতীয় ইনিংস : ১৪.৫ ওভারে ৫০/২ (মজিদ ১৮, রনি ৪, সাইফ ২৭*; আবু হায়দার ১/১৬, শহিদুল ০/২৫, সানি ১/৮)

ঢাকা মেট্রো :

প্রথম ইনিংস : ১৩৯.৩ ওভারে ৩৮৭ (সাদমান ১৮৯, সৈকত ২৩, শামসুর ১, মার্শাল ৪, আশরাফুল ৪৯, মেহরাব জুনিয়র ৪১, জাবিদ ৩২*, আবু হায়দার ১৫, সানি ১, শহিদুল ১৯, আসিফ ০; শাহাদাত ২/৬৪, সালাউদ্দিন ৪/৮০, নাজমুল ২/৮৪, শুভাগত ১/৬৪, মোশাররফ ১/৮৭, সাইফ ০/৩)

খুলনা বিভাগ বনাম বরিশাল বিভাগ

তবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচের বেশির ভাগই গিয়েছে বৃষ্টির পেটে। খেলা হয়েছে মাত্র ৪১.১ ওভার। আগের দিনের ছয় উইকেটে ১৯৯ রান করা খুলনা এদিন আরও ১৫০ রান যোগ করে। দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন জিয়াউর রহমান। মোসাদ্দেক হোসেনের বলে আউট হওয়ার আগে ২৪৬ বলে করেছেন ১১২ রান। এছাড়া ৮১ রানে অপরাজিত আছেন আফিফ হোসেন।

সংক্ষিপ্ত স্কোর : (তৃতীয় দিন শেষে)

বরিশাল বিভাগ :

প্রথম ইনিংস : ২৯৯

খুলনা বিভাগ :

প্রথম ইনিংস : ১১৬.১ ওভারে ৩৪৯/৭ (জিয়াউর ১১২, আফিফ ৮১*; কামরুল ২/৪৪, মনির ১/৯০, সোহাগ ২/১০০, সালমান ১/৫৩, মোসাদ্দেক ১/২৩, ফজলে মাহমুদ ০/১৬, রাফসান ০/১৯)।

সিলেট বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মধ্যে দ্বিতীয় স্তরের অন্য ম্যাচের তৃতীয় দিনের খেলাও ভেসে গেছে বৃষ্টিতে।

 

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

34m ago