সংগীত

বাংলাদেশের ইমরান, ভারতের দর্শনা

বাংলাদেশের কণ্ঠশিল্পী ইমরানের সঙ্গে দেখা যাবে ভারতীয় মডেল-অভিনেত্রী দর্শনা বনিককে। ভারতের পশ্চিমবঙ্গের কমলেশ্বর, সৃজিত ও অঞ্জন দত্তের মতো প্রথম সারির পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন দর্শনা।
Imran and Darshana
কণ্ঠশিল্পী ইমরান ও অভিনেত্রী দর্শনা বনিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কণ্ঠশিল্পী ইমরানের সঙ্গে দেখা যাবে ভারতীয় মডেল-অভিনেত্রী দর্শনা বনিককে। ভারতের পশ্চিমবঙ্গের কমলেশ্বর, সৃজিত ও অঞ্জন দত্তের মতো প্রথম সারির পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন দর্শনা।

ইমরানের নতুন ‘মেঘের ডানায়’ গানের ভিডিওতে দেখা যাবে তাদের দুজনকে। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ নাফিস। গানটিতে ইমরানের সাথে দ্বৈতকন্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী। গানটির ভিডিও পরিচালনা করেছেন সুশাভান দাস।

ইমরান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানটিতে চিরচেনা প্রেমের সতেজ অনুভূতির ছোঁয়া পাওয়া যাবে। এছাড়াও, দর্শনা বনিক আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গানে মডেল হলেন তিনি। আশা করছি গানটির ভিডিও সবার ভালো লাগবে।”

আসছে ১৮ অক্টোবর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি। পাশাপাশি ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে গানটি শুনতে পাওয়া যাবে।

Comments

The Daily Star  | English

Those who cannot accept Tarique's leadership will come to polls: home boss

BNP leaders, who cannot accept the leadership of the party’s Acting Chairman Tarique Rahman, will take part in the upcoming election, said Home Minister Asaduzzaman Khan Kamal today

41m ago