আশ্বিনের আঙ্গিনায় ‘জীবনের জয়গান’ উৎসব

বছর ঘুরে আবার এলো ‘জীবনের জয়গান’ উৎসব। এ বছর উৎসবের ১১তম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন তিন গুণি শিল্পী। তারা হলেন সংগীতে রুনা লায়লা এবং অভিনয়ে আলী যাকের ও সৈয়দ হাসান ইমাম।
Celebrating Life Lifetime Achievement 2018
২০১৮ সালে উৎসবের ১১তম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন সংগীতে রুনা লায়লা এবং অভিনয়ে আলী যাকের ও সৈয়দ হাসান ইমাম। ছবি: স্টার

বছর ঘুরে আবার এলো ‘জীবনের জয়গান’ উৎসব। এ বছর উৎসবের ১১তম আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন তিন গুণি শিল্পী। তারা হলেন সংগীতে রুনা লায়লা এবং অভিনয়ে আলী যাকের ও সৈয়দ হাসান ইমাম।

আগামীকাল (১২ অক্টোবর) ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড জীবনের জয়গান’ এর অনুষ্ঠানে এই গুণি শিল্পীদের সম্মাননা জানানোর পাশাপাশি ‘জীবনের জয়গান’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

গত ১৭ এপ্রিল ‘স্থাপত্যে বাংলাদেশ’ বিষয়ের ওপর শুরু হওয়া প্রতিযোগিতায় সারাদেশ থেকে আগ্রহীরা অংশ নেন তাদের আলোকচিত্র, গীতিকবিতা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে। এই প্রতিটি বিভাগ থেকে তিনজনকে পুরস্কৃত করা হবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে আগামীকাল সন্ধ্যায় বসবে পুরস্কার বিতরণী আসর। সেখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত থাকবেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।

অনুষ্ঠানে গাইবেন প্রখ্যাত শিল্পী মিতালী মুখার্জি। এছাড়াও, ফাহমিদা নবীর সুরে গাইবেন ঐশী ও বর্ণ। অনুষ্ঠানে থাকবে সাধনার নৃত্য, শাহজাহান মুন্সীর কণ্ঠে বাউলগান এবং লালন ব্যান্ডের পরিবেশনা। আয়োজন করা হবে বিজয়ী আলোকচিত্রীদের তোলা ছবি নিয়ে বিশেষ প্রদর্শনী।

আয়োজনটি সবার দেখার সুযোগ থাকবে আমন্ত্রিত অতিথিদের।

উল্লেখ্য, দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আয়োজনে আলোকচিত্র, গীতিকবিতা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ‘জীবনের জয়গান’ উৎসব শুরু হয় ২০০৮ সালে।

Comments

The Daily Star  | English
BNP call's blockade

No hartal and blockade on Sunday

BNP has refrained from calling any programmes on Sunday marking International Human Rights Day

2h ago