বাংলাদেশ দলে নতুন মুখ রাব্বি, ফিরলেন সাইফউদ্দিন

Fazle Mahmud Rabbi
ফজলে মাহমুদ রাব্বি

সাকিব আল হাসান ও তামিম ইকবাল ইনজুরিতে। তাই স্কোয়াডে দুটি পরিবর্তন অনুমিতই ছিল। তবে কিছুটা অবাক করে দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ফজলে রাব্বি। ঘরোয়া ক্রিকেটে প্রায় ১৫ বছর ধরে খেলা এ ক্রিকেটার সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকার পুরষ্কার পেলেন। একই সঙ্গে ১৫ সদস্যের দলে ওয়ানডে দলে জায়গা ফিরে পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনও।

নতুন মুখ হলেও ফজলে রাব্বি অনেক দিন থেকেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে যাচ্ছেন। ঢাকা প্রিমিয়ার লিগে গত মৌসুমে করেছিলেন ৭০৮ রান। প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরিও ছিল। এছাড়া বাংলাদেশ এ দলের হয়েও ভালো খেলেছেন তিনি। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে একটি ইনিংসে সুযোগ পেয়ে করেছিলেন ৫৯ রান। আর আয়ারল্যান্ড সফরে আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে ২টি ইনিংসে সুযোগ পেয়ে খেলেছেন ৫৩ ও ৭৪ রানের ইনিংস।

আর গত জানুয়ারিতে ঢাকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সর্বশেষ ওয়ানডে খেলেছেন সাইফউদ্দিন। আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় দল থেকে বাদ পড়েন তিনি। পুনরায় আরও একটি সুযোগ দেওয়া হয়েছে তাকে। তবে আয়াররল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আনঅফিসিয়াল ওয়ানডেতে ভালো বোলিং করেছিলেন তিনি। চার ওয়ানডেতে ৬টি উইকেট আর তিন টি-টোয়েন্টিতে ৯টি উইকেট নিয়েছিলেন। এছাড়া অভিষেক না হওয়া আরেক পেস অলরাউন্ডার আরিফুল হকও আছেন দলে।

সাকিব ও তামিমের সঙ্গে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকারও। এশিয়া কাপে প্রত্যাশা পূরণ করতে না পারায় তাদের উপর আস্থা রাখতে পারেননি নির্বাচকরা। আর চোট সমস্যা যে শুধু সাকিব আর তামিমের তাও নয়। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আঙুল ও উরুতে চোট আছে। তবে সিরিজ শুরুর আগে তা সেরে উঠবেন ভাবনায় দলে আছেন অধিনায়ক। এছাড়াও পাঁজরের চোটে থাকা মুশফিকুর রহীমও খেলবেন এ সিরিজ।

১৫ সদস্যের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, মোহাম্মদ সাইফ উদ্দিন।

Comments

The Daily Star  | English
BDR protest Kakrail today

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

1h ago