এসিস্টে মেসি-রোনালদো নয়, লা লিগায় সেরা সুয়ারেজ

লিভারপুল ছেড়ে ২০১৪ সালে বার্সেলোনায় নাম লেখান লুইস সুয়ারেজ। ২০১৫-১৬ মৌসুম থেকে বার্সেলোনার মূল স্ট্রাইকারই এ উরুগুইয়ান। নিয়মিত গোল করতে না পারায় সমালোচনাও কম সইতে হচ্চে না তাকে। কিন্তু সেই সুয়ারেজ কিনা লা লিগায় সবচেয়ে বেশি এসিস্ট করেছেন। পেছনে ফেলেছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, টনি ক্রুসদেরও।

লিভারপুল ছেড়ে ২০১৪ সালে বার্সেলোনায় নাম লেখান লুইস সুয়ারেজ। ২০১৫-১৬ মৌসুম থেকে বার্সেলোনার মূল স্ট্রাইকারই এ উরুগুইয়ান। নিয়মিত গোল করতে না পারায় সমালোচনাও কম সইতে হচ্ছে না তাকে। কিন্তু সেই সুয়ারেজ কিনা লা লিগায় সবচেয়ে বেশি এসিস্ট করেছেন। পেছনে ফেলেছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, টনি ক্রুসদেরও।

চলতি মৌসুমেও গোল খরায় ভুগছেন সুয়ারেজ। ১১ ম্যাচ খেলে করেছেন মাত্র ৩ গোল। একজন মূল স্ট্রাইকার হিসেবে যা যথেষ্ট নয়। কিন্তু খুব কি পিছিয়ে আছেন তিনি। বার্সেলোনার প্রায় প্রতি গোলেই কম বেশি অবদান রয়েছে তার। চলতি মৌসুমে লা লিগায় ৩টি এসিস্ট করেছেন। যার দুটিতে গোল পেয়েছেন মেসি। অপরটিতে ওসমান দেম্বেলে।

গোলের জোগান দাতা হিসেবে বর্তমান বিশ্বে মেসিকেই ভাবা হয় সেরা। কিন্তু তাকে ছাড়িয়ে ২০১৫-১৬ হতে চলতি মৌসুম পর্যন্ত মোট ৪৪টি গোলে সরাসরি অবদান রেখেছেন সুয়ারেজ। যা লা লিগায় সর্বোচ্চ। নিজের গোল মিলিয়ে হয়েছে মোট ১১১টি। আর এ সময়ে লিওনেল মেসিরও এসিস্ট সহ গোল ১১১টি। কিন্তু এসিস্টে সুয়ারেজের চেয়ে পিছিয়ে আছেন তিনি। মোট ৪১টি এসিস্ট করেছেন বার্সেলোনা অধিনায়ক।

আর পুরোদুস্তর জোগান দাতা টনি ক্রুসকেও বেশ পেছনে ফেলেছেন সুয়ারেজ। এ সময়ে ক্রুস এসিস্ট করেছেন ২৯টি। আর অ্যাতলেটিকো মাদ্রিদের কোকে আছেন তার পরেই। তার অবদান ২৬টি গোলে। কোকের ক্লাব সতীর্থ আতোঁয়া গ্রিজম্যান এসিস্ট করেছেন ২৫টি। এছাড়া এ সময়ে নেইমার ও ইসকো ২৩টি করে এসিস্ট করেছেন।

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও বর্তমান জুভেন্টাস তারকা ক্রিস্তিয়ানো রোনালদো অনেকটাই পিছিয়ে। সাবেক ক্লাব সতীর্থ করিম বেনজেমার সমান ২৩টি গোলে অবদান রেখেছেন এ পর্তুগিজ।

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

453mm of rain recorded in 24 hours as many areas of seaside town inundated

3h ago