রোস্টনের ব্যাটে উইন্ডিজের লড়াই

উইকেটে সেট হলেন উইন্ডিজের সব ব্যাটসম্যানই। কিন্তু তার সদ্ব্যবহার করতে পারলেন কেবল রোস্টন চেইসই। তবে কিছুটা পেরেছিলেন অধিনায়ক জেসন হোল্ডারও। এ দুই ব্যাটসম্যানই ধারার বিপরীতে ব্যাট করে হায়দারাবাদ টেস্টের প্রথম দিনে ৭ উইকেটে ২৯৫ রানের স্কোর এনে দিয়েছেন ক্যারিবিয়ানদের।

উইকেটে সেট হলেন উইন্ডিজের সব ব্যাটসম্যানই। কিন্তু তার সদ্ব্যবহার করতে পারলেন কেবল রোস্টন চেইসই। তবে কিছুটা পেরেছিলেন অধিনায়ক জেসন হোল্ডারও। এ দুই ব্যাটসম্যানই ধারার বিপরীতে ব্যাট করে হায়দারাবাদ টেস্টের প্রথম দিনে ৭ উইকেটে ২৯৫ রানের স্কোর এনে দিয়েছেন ক্যারিবিয়ানদের।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দুই সেশনে বেশ ভুগতে হয়েছে উইন্ডিজকে। মধ্যাহ্ন বিরতির আগে তিন উইকেট হারানো দলটি চা বিরতির আগেও হারায় আরও তিনটি উইকেট। তবে দিনের শেষ সেশনটি ভালোই কাটাচ্ছিল উইন্ডিজ। রোস্টন ও হোল্ডারের দারুণ এক জুটিতে বড় স্কোরের পথে এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু দ্বিতীয় নতুন বল নিয়েই সাফল্য পায় ভারত। ৮৮তম ওভারে নতুন বল নিয়ে দুই ওভার পরই হোল্ডারকে উইকেটরক্ষক রিশভ পান্তের ক্যাচে পরিণত করেন উমেশ যাদব।

দলের পক্ষে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন রোস্টন। ১৭৪ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। রস্তনের সঙ্গে ২ রান নিয়ে অপরাজিত আছেন বিশু। অধিনায়ক হোল্ডারের ব্যাট থেকে আসে ৫২ রানের ইনিংস। ৯২ বলে ৬টি চারে এ রান করেছেন তিনি। এছাড়া ৩০ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছেন শেন ডাওরিচ। রোস্টনের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েছিলেন তিনি। এরপর সপ্তম উইকেটে রোস্টনের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন অধিনায়ক হোল্ডার। মূলত এ জুটিতে প্রতিরোধ গড়ে ক্যারিবিয়ানরা।

তবে দিনের প্রথম ধাক্কাটা খেয়েছিল ভারতই। চতুর্থ ওভারেই অভিষিক্ত শারদুল ঠাকুর ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগ করেন। ফলে উমেশ যাদব ছাড়া বাকি সব ওভার করতে হয় স্পিনারদের। তাই নির্ধারিত সময়ের আগেই ৯০ ওভার শেষ হওয়ায় বাড়তি আরও পাঁচ ওভার ব্যাট করতে হয় উইন্ডিজকে। তবে শেষ বেলায় কোন দুর্ঘটনা ঘটেনি দলটির। দেবেন্দ্র বিশুকে নিয়ে সময়টা পার করে দেন রোস্টন।

সংক্ষিপ্ত স্কোর : (প্রথম দিন শেষে)

উইন্ডিজ : ৯৫ ওভারে ২৯৫/৭ (ব্র্যাথওয়েট ১৪, পাওয়েল ২২, হোপ ৩৬, হেটমায়ার ১২, আমব্রিস ১৮, রোস্টন ৯৮*, ডাওরিচ ৩০, হোল্ডার ৫২, বিশু ২*; উমেশ ৩/৮৩, শারদুল ০/৯, অশ্বিন ১/৪৯, কুলদীপ ৩/৭৪, জাদেজা ০/৬৯)।

Comments