টাইব্রেকারে জিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফিলিস্তিনের

জয়ের পর ফিলিস্তিনের খেলোয়াড়দের উল্লাস। ছবি : ফিরোজ আহমেদ।

প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলতে এসেছিল যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন। আর প্রথমবারেই বাজিমাত করল দলটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় কোন গোল না ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতে ৪-৩ ব্যবধানে তাজিকিস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের পঞ্চম আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ফিলিস্তিন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার টাইব্রেকারে ফিলিস্তিনের জয়ের নায়ক গোলরক্ষক রামি হামাদা। তাজিকিস্তানের তুরসুনভ কমরোন ও তাবরেজি দাভলাতমিরের শট ফিরিয়ে দেন তিনি। ফিলিস্তিনের পক্ষে নেওয়া চারটি শটই গোলে পরিণত করেন জোনাথন জোরিল্লা, মাহমুদ আলিউইসাত, মুসাব বাতাত ও আব্দুল্লাতিফ আলবাহাদারি।

তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ জমজমাট খেলা উপহার দল দুটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোন দলই। শুরুতে কিছুটা অগোছানো ফুটবল খেললেও ধীরে ধীরে সমান তালে লড়ে তাজিকিস্তান। কিন্তু ৩৫ মিনিটে বড় ধাক্কা খায় দলটি। ফাউলের শিকার হয়ে মেজাজ হারিয়ে সামেহ মারাবাহকে ঘুষি দিয়ে লালকার্ড দেখেন ফাতখুল্লোয়েভ ফাতখুল্লো।

তবে ১০ জনের দল নিয়েও লড়াই চালিয়ে যায় তাজিকিস্তান। গোল করার মতো বেশ কিছু সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় লক্ষ্যভেদ হয়নি। এমনকি টাইব্রেকারেও স্নায়ুচাপ সামলাতে না পারলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

টাইব্রেকারে দুর্দান্ত দুটি সেভ করা ফিলিস্তিন গোলরক্ষক হামাদা হয়েছেন ফাইনালের সেরা। আর অধিনায়ক আব্দুল্লাতিফ আলবাহাদারি আসরে সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন। তবে দুই গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতার পুরষ্কার জিতেছেন তাজিকিস্তানের কমরোন। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের বিপলু আহমেদ।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago