সৌদিকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তাটা দিল ব্রাজিলও
ব্রাজিলকে যে ছেড়ে কথা বলবেন না তা আগের দিন ইরাককে ৪-০ গোলে হারিয়ে জানিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার একদিন পর ব্রাজিলও একই বার্তা দিয়ে জানিয়ে দিল আর্জেন্টিনাকে। সৌদি আরবকে তাদের মাটিতে ২-০ গোলে হারিয়েছে নেইমারের দল। তবে ব্যবধানটা বড় হতে পারতো আরও। ফরোয়ার্ডদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে সৌদি আরবের রক্ষণকে ব্যস্ত রাখে ব্রাজিল। গোলরক্ষককে বেশ কয়েকবার একা পেয়েছেন স্ট্রাইকাররা, পেয়েছেন ফাঁকা পোস্টও। কিন্তু গোলের দেখা পেলেন মাত্র দুইবার। বিশ্বকাপে ধারাবাহিকভাবে ব্যর্থ গাব্রিয়েল জেসুস গোল পেয়েছেন। তার সঙ্গে গোল পেয়েছেন অভিষিক্ত অ্যালেক্স সান্দ্রোও।
শুরু থেকে গোলের একের পর এক সুযোগ নষ্ট করার পর ৪৩ মিনিটে জালের দেখা পায় ব্রাজিল। নেইমারের পাস থেকে লক্ষ্যভেদ করে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জেসুস। দ্বিতীয় গোল পায় ম্যাচের যোগ করা সময়ে। নেইমারের নেওয়া কর্নার থেকে ফাঁকায় হেড করে লক্ষ্যভেদ করেন সান্দ্রো। তবে এর আগে ৮৫ মিনিটে ১০ জনে পরিণত হয় সৌদি। ডি-বক্সের বাইরে বল হাত দিয়ে আটকিয়ে লাল কার্ড দেখেন গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইজ।
তবে সৌদির বিপক্ষে ২-০ গোলের জয়ে সন্তুষ্ট নন কোচ তিতে, ‘আমাদের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। আমাদের আরও ভালো খেলতে হবে। তবে আমরা কিছু কৌশলগত পরিবর্তন করেছিলাম। কিছু নতুন খেলোয়াড়দের দেখেছিলাম। তাই বোঝাপড়ায় কিছুটা সমস্যা হয়েছিল। তবে এ সব ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচে আমরা আরও দৃঢ়ভাবে ফিরব।’
মঙ্গলবার সৌদি জেদ্দায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সে ম্যাচে তাদের দল আরও গোছানো পারফরম্যান্স করবে বলেই জানালেন ব্রাজিল কোচ।
Comments