মুমিনুলের বাদ পড়া হাবিবুলের কাছে ‘দুর্ভাগ্য’

Mominul Haque
ফাইল ছবি: বিসিবি

টেস্টে নিয়মিত মুখ মুমিনুল হক ওয়ানডে দলে কখনই চলনসই বলে বিবেচিত হননি। এবার এশিয়া কাপে জায়গা মিলেছিল ‘ব্যাকআপ’ হিসেবে, মিলেছিল মাঠে নামার সুযোগও। দুই ম্যাচে নেমে পারেননি সামর্থ্যের প্রমাণ দিতে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে যখন সাকিব আল হাসান আর তামিম ইকবাল নেই। মনে করা হচ্ছিল মুমিনুলের নিজেকে মেলে ধরার এই তো সুযোগ। তবে জিম্বাবুয়ে সিরিজের ১৫ জনেও জায়গা মেলেনি তার। নির্বাচক হাবিবুল বাশার এই ব্যাটসম্যানের বাদ পড়া দেখছেন ‘দুর্ভাগ্য’ হিসেবে।

সাকিবের বিকল্প ভাবনায় দলে এসেছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানকে ডাকলেও কেন পরীক্ষিত মুমিনুল নেই? ব্যাখ্যা দিয়েছেন হাবিবুল, ‘মমিনুলের বাদ পড়া একটু দুর্ভাগ্য বলব,  তার জন্য আমার সহানুভূতি। আমি মনে করি তার ওয়ানডে ক্যারিয়ার কখনই শেষ হয়ে যায়নি। আমার মনে হয় ওয়ানডেতে তার দেয়ার অনেক কিছুই আছে। কিন্তু আমাদের কিছু ক্রিকেটারকে দেখতে হত। এটা আমাদের সুযোগ, কিছু খেলোয়াড় দেখে নেয়া। সামনে আমাদের অনেক গুলো সিরিজ আছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড (নিউজিল্যান্ড) সিরিজের পর বিশ্বকাপ আছে।’

এশিয়া কাপে বিছিন্নভাবে সুযোগ মিলেছিল মুমিনুলের। আফগানিস্তানের বিপক্ষে করেন ৯ রান, পাকিস্তানের বিপক্ষে ফাইনালে উঠার ম্যাচে আউট হয়ে যান ৫ রান করে। হাবিবুল ইঙ্গিত করলেন মুমিনুলকে ছেঁটে ফেলতে ভূমিকা রেখেছে ওই দুই ম্যাচও, ‘মুমিনুল এশিয়া কাপে যেই দুটি ম্যাচ খেলল, আমি বলব দুটি ইনিংস একজন ব্যাটসম্যানের জন্য যথেষ্ট না। যদি ওই দুই ইনিংসে রান করত, তাহলে ওর জন্য ভাল হত। যেহেতু রান করতে পারেনি আর আমাদের নতুন দুই একজন প্লেয়ারকে দেখতে হচ্ছে তাই বাদ পড়েছে।’

বাংলাদেশ দলের আগের কোচ চন্ডিকা হাথুরুসিংহের গুডবুকে ছিলেন না মুমিনুল। বাতাসে গুঞ্জন নতুন কোচ স্টিভ রোডসের আস্থাও এখনো অর্জন করতে পারেননি তিনি। হাবিবুল মনে করেন ব্যাটিংয়ের ধরনে অদল বদল গোলমালে ফেলছে এই বাঁহাতি ব্যাটসম্যানকে, ‘মমিনুল যদি রান করতে পারত তাহলে খুব ভাল হত। আমি সম্প্রতি তাঁর ব্যাটিং দেখেছি ওয়ানডেতে। সে এখন সম্পূর্ণ ভিন্ন একজন ব্যাটসম্যান। আমি নিশ্চিত না, ওয়ানডে ব্যাটিংয়ের ভাবনা তার টেস্টের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কিনা। টেস্ট ম্যাচে কিন্তু সম্প্রতি তাঁর কাছ থেকে প্রত্যাশিত পারফর্মেন্স পাইনি।’

টেস্ট ক্রিকেটারের তকমা গায়ে জুড়ে বসা মুমিনুলের জন্য এখনো রঙিন পোশাকে দ্বার যে উন্মুক্ত নয় হাবিবুলও পরিষ্কার করেছেন আবার, ‘এটা অস্বীকার করার কিছু নেই, টেস্টে তার ব্যাটিংটা আমাদের খুব দরকার। ওয়ানডে কিন্তু আমরা চালিয়ে নিতে পারছি, আমাদের বিকল্প আছে। এই মুহূর্তে তাকে আমরা টেস্টেই বেশি বিবেচনা করছি। ’

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago