তিন দিনেই উইন্ডিজকে হারাল ভারত

হঠাৎ করেই হায়দারাবাদের উইকেট যেন হয়ে উঠল বোলারদের স্বর্গরাজ্য। আবার দিনের শেষ বেলা যেন ব্যাটিং উইকেট। নানা রঙ ছড়ানো টেস্টের তৃতীয় দিনেই দারুণ জয় পেয়েছে ভারত। উইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ফলে দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল বিরাট কোহলির দল।

হঠাৎ করেই হায়দারাবাদের উইকেট যেন হয়ে উঠল বোলারদের স্বর্গরাজ্য। আবার দিনের শেষ বেলা যেন ব্যাটিং উইকেট। নানা রঙ ছড়ানো টেস্টের তৃতীয় দিনেই দারুণ জয় পেয়েছে ভারত। উইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ফলে দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল বিরাট কোহলির দল।  

আগের দিনে ৪ উইকেটে ৩০৮ রান করতে নামা ভারত এদিনের শুরুতেই উইন্ডিজের পেসারদের তোপে পড়ে। স্কোর বোর্ডে ৬ রান যোগ করার পর রাহানে আউট হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। মাত্র ২৫ রান তুলতেই আউট হয় পাঁচ ব্যাটসম্যান। শেষ উইকেটে শার্দুল ঠাকুরের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন ৩৮ রান যোগ করলে ৫৬ রানের লিড পায় ভারত।

১৩৪ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করে শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হয়েছেন রিশভ পান্ত। ১১টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ১৮৩ বলে ৭টি চারের সাহায্যে ৮০ রান করেন আজিঙ্কা রাহানে। অশ্বিনের ব্যাট থেকে আসে ৩৫ রান। উইন্ডিজের পক্ষে ৫৬ রানের খরচায় ৫টি উইকেট নিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়া গ্যাব্রিয়েল ৩টি ও জোমেল ওয়ারিকান ২টি উইকেট নেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে উইন্ডিজ। দুই ওপেনারই ফিরেন খালি হাতে। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় গড়ে ওঠেনি বলার মতো কোন জুটি। তৃতীয় উইকেটে সাই হোপ ও শিমরন হেটমায়ারের গড়া ৩৯ রানের জুটিই ইনিংসে সর্বোচ্চ। অবশ্য সপ্তম উইকেটে সুনীল আমব্রিসের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েছিলেন অধিনায়ক জেসন হোল্ডার। উইন্ডিজের প্রতিরোধ এতোটুকুই। মাত্র ১২৭ রানেই শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। ফলে মাত্র ৭২ রানের লক্ষ্য দিতে পারে দলটি।

সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেছেন আমব্রিস। ২৮ রান করেছেন হোপ। ভারতের পক্ষে ৪৫ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন পেসার উমেশ যাদব। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৬ উইকেট। দারুণ বোলিং করেছেন স্পিনাররাও। রবিন্দ্র জাদেজা ১২ রানের বিনিময়ে পান ৩টি উইকেট। এছাড়া অশ্বিন ২টি ও কুলদিপ যাদব ১টি উইকেট পান।

৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোন ভোগান্তিতেই পড়তে হয়নি ভারতকে। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে মাত্র ১৬.১ ওভারেই লক্ষ্যে পৌছায় দলটি। প্রথম ইনিংসে ঝড় তোলা পৃথ্বী শ অবশ্য দ্বিতীয় ইনিংসে ততোটা আগ্রাসী হননি। ৪৫ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গী আরেক ওপেনার লোকেশ রাহুল ৫৩ বলে করেছেন ৩৩ রান। ফলে ১০ উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর :

উইন্ডিজ প্রথম ইনিংস : ৩১১

দ্বিতীয় ইনিংস : ১২৭ (ব্র্যাথওয়েট ০, পাওয়েল ০, হোপ ২২, হেটমায়ার ১৭, আমব্রিস ৩৮, রোস্টন ৬, ডাওরিচ ০, হোল্ডার ১৯, বিশু ১০*, ওয়ারিকান ৭, গ্যাব্রিয়েল ১; উমেশ ৪/৪৫, অশ্বিন ২/২৪, কুলদিপ ১/৪৫, জাদেজা ৩/১২)।

ভারত প্রথম ইনিংস : ৮১ ওভারে ৩০৮/৪ (রাহুল ৪, পৃথ্বী ৭০, পুজারা ১০, কোহলি ৪৫, রাহানে ৮০, পান্ত ৯২, জাদেজা ০, অশ্বিন ৩৫, কুলদিপ ৬, উমেশ ২, শার্দুল ৪*; গ্যাব্রিয়েল ৩/১০৭, হোল্ডার ৫/৫৬, ওয়ারিকান ২/৮৪, রোস্টন ০/২২, বিশু ০/৭৮, ব্র্যাথওয়েট ০/৬)।

দ্বিতীয় ইনিংস : ১৬.১ ওভারে ৭৫/০ (রাহুল ৩৩*, পৃথ্বী ৩৩*; গ্যাব্রিয়েল ০/১৭, ওয়ারিকান ০/১৭, বিশু ০/১৯, রোস্টন ০/১৪)।

ফলাফল : ভারত ১০ উইকেটে জয়ী।

Comments

The Daily Star  | English

Mozammel, Shyamal, Shahriar on 7-day remand in murder cases

Dhaka Additional Chief Metropolitan Magistrate Md Sanaullah passed the orders after they were produced before the court in the morning with a 10-day remand prayer for them

1h ago