আসামে ৩১ ‘বাংলাদেশি’ গ্রেপ্তার: ভারতীয় মিডিয়ার দাবি
ভারতের উত্তরপূর্ব রাজ্য আসামের রাজধানী গৌহাটি থেকে ৩১ জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে ‘বাংলাদেশি’ বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম।
রিপাবলিক নামের একটি টেলিভিশন জানায়, আজ (১৫ অক্টোবর) দুপুরে শহরের অনিরুদ্ধনগর থেকে একদল বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে আসামের রেল পুলিশ।
ধৃতদেরকে বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানানো হয়। বলা হয়, তারা গত তিন বছর ধরে অনিরুদ্ধনগর এলাকায় বসবাস করছিলেন। আজ সকালে অনিরুদ্ধনগর রেল স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে রেল পুলিশ।
ধৃতদের মধ্যে আটজন পুরুষ, ১০ নারী এবং বাকিরা সবাই শিশু-কিশোর বলেও জানায় সংশ্লিষ্ট গণমাধ্যমটি।
সম্প্রতি, আসাম রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জিকরণের কাজ চলছে। ইতিমধ্যেই ৪০ লাখ বাঙালি নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন। বিজেপি-শাসিত রাজ্য সরকার আসাম থেকে অবৈধ ‘বাংলাদেশি’ নাগরিকদের চিহ্নিত করতেই জাতীয় নাগরিকপঞ্জিকরণের কাজ শুরু করেছে বলে প্রচার করা হচ্ছে।
ঠিক এরই মধ্যে তিন বছরের বেশি সময় বসবাসকারী ৩১ জনকে গ্রেফতার করে ‘বাংলাদেশি’ হিসেবে দাবি করায় এ বিষয় নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
Comments