জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীতে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর সদর উপজেলায় দুটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের আড়িপাতা শাখা (এলআইসি) এর সদস্যরা যোথভাবে এই অভিযান চালাচ্ছেন। গত রাত থেকেই তারা শেখেরচর ও গাঙপাড়া এলাকার এই বাড়ি দুটি ঘিরে রেখেছেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, আমাদের কাছে তথ্য আছে শেখেরচরের ভগিরথপুর চেয়ারম্যান মার্কেটের আস্তানায় একাধিক জঙ্গি অবস্থান নিয়ে রেখেছেন। সেখান থেকে অন্তত নয়টি পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে সিটিটিসি’র আরেকজন কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে মাধবদীর বড় মসজিদ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি সাত তলা ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানকার পরিস্থিতি সম্পর্কে মনিরুল বলেন, গুলি বিনিময়ে হতাহতের শঙ্কা থাকায় বাড়িটির আশপাশের সব মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সোয়াট-এর একটি দল সেখানে রয়েছে।
মনিরুল আরও বলেন, প্রাথমিকভাবে আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করব। কিন্তু এটা সম্ভব না হলে অভিযান চালানো হবে।
Comments