জিয়া চ্যারিটেবল মামলার রায় ২৯ অক্টোবর
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ২৯ অক্টোবর দেওয়া হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ মোট চারজন এই মামলার আসামি।
আজ জিয়া চ্যারিটেবল মামলার শুনানি স্থগিত চেয়ে খালেদার আইনজীবীর একটি আবেদন খারিজ করে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান রায় প্রদানের দিন ঘোষণা করেন। খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চলবে- হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে জানিয়ে শুনানি স্থগিত চেয়ে আবেদন করেছিলেন খালেদার আইনজীবী।
ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থ সংগ্রহ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১১ সালের আগস্ট মাসে তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল।
মামলার অপর অভিযুক্ত ব্যক্তিরা হলেন খালেদার সাবেক রাজনৈতিক সচিব নেতা হারিস চৌধুরী, হারিসের এপিএস জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান।
Comments