বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা

বুধবার আইসিসি বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে। চারদিনের সফরে বিশ্বকাপ ট্রফি ঘুরবে দেশের তিন বড় শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তিন শহরেই ভক্তরা পাচ্ছেন বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখার সুযোগ।
ICC world CUp trophy

বুধবার আইসিসি বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে। চারদিনের সফরে বিশ্বকাপ ট্রফি ঘুরবে দেশের তিন বড় শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তিন শহরেই ভক্তরা পাচ্ছেন বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখার সুযোগ।

বুধবার ঢাকা পৌঁছার পর ট্রফিকে নিয়ে আসা হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ইউনিসেফের তত্ত্বাবধায়নে সুবিধা বঞ্চিত শিশুরা পাবেন ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ। দুপুরে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হবে।

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত যমুনা ফিউচার পার্কে রাখা হবে বিশ্বকাপ ট্রফি। এই সময়ে সাধারণ মানুষ ট্রফিটি কাছ থেকে দেখতে পাবেন, উঠাতে পারবেন ছবি।

শুক্রবার বিশ্বকাপ ট্রফি যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকেই রাখা হবে প্রদর্শনের জন্য। শুরুতে সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে হবে ফটোসেশন। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাধারণ মানুষ নাগাল পাবেন বিশ্বকাপের। একইভাবে পরদিন চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সারাদিনই বিশ্বকাপ ট্রফি ঘিরে রয়েছে আয়োজন।

আগামী বছরের জুন মাসে ইংল্যান্ডে বসতে যাচ্ছে বিশ্বকাপের পরের আসর।

Comments