দিনে ১০ বার প্রদর্শিত হবে ‘দেবী’

আসছে ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দেবী’। প্রথম সপ্তাহে মোট ২৯টি হলে মুক্তি পাবে ছবিটি। মুক্তির প্রথমদিন থেকেই প্রতিদিন ‘দেবী’র ১০টি করে প্রদর্শনী হবে স্টার সিনেপ্লেক্সে।
‘দেবী’ ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখেই দশটি শো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া এবং বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন। বলেন, নন্দিত লেখক হুমায়ূন আহমেদ, চঞ্চল চৌধুরী ও জয়া আহসান ‘দেবী’ ছবির বিশেষ আকর্ষণ।
অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছবিতে মিসির আলীর নামচরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ছবিটির রানু চরিত্রে জয়া আহসান, তার স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ এবং নীলা চরিত্রে শবনম ফারিয়াকে দেখা যাবে।
স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হবে ‘দেবী’র প্রদর্শনী। এরপর সকাল ১০টা ৫০ মিনিট, দুপুর ১২টা ৫৫ মিনিট, ১টা ১৫ মিনিট, বিকেল ৩টা ১০ মিনিট, ৩টা ৪৫ মিনিট, ৫টা ২৫ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট, রাত ৭টা ৪০ মিনিট এবং ৮টা ৪৫ মিনিটের শোতে দেখা যাবে ছবিটি।
Comments