জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের অধিনায়ক সৌম্য
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য সৌম্য সরকারকে অধিনায়ক করে ১২ জনের দল দিয়েছে বিসিবি। বিসিবি একাদশ নাম নিয়ে এই দল শুক্রবার বিকেএসপিতে সফরকারীদের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে নামবে।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকা সদস্যদের মধ্যে তিনজন আছেন এই দলে। অলরাউন্ডার আরিফুল হকের সঙ্গে এই ম্যাচে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন প্রথমবার জাতীয় দলে আসা ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি। আছেন জাতীয় দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এশিয়া কাপের দলে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন এই প্রস্তুতি ম্যাচের দলে। এশিয়া কাপের পর ফের ওয়ানডে দল থেকে বাদ পড়া সৌম্য সরকারই দেবেন নেতৃত্ব।
দলে রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা ব্যাটসম্যান মিজানুর রহমানকে। ইয়াসিন আরাফাত মিশুর সঙ্গে পেস আক্রমণ সামলাবেন এবাদত হোসেন। দলে নেওয়া হয়েছেন মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা মোহর শেখ অন্তর।
শুক্রবার সকালে সাভারের বিকেএসপিতে শুরু হবে একদিনের এই ম্যাচ।
বিসিবি একাদশ: সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাইফুদ্দিন, ইয়াসিন আরাফাত মিশু, এবাদত হোসেন , মোহর শেখ অন্তর, নাঈম হাসান।
Comments