‘রোনালদোর জন্য জুভেন্টাস আমাকে বের করে দিয়েছে’

চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে টেনে বেশ চমক উপহার দেয় জুভেন্টাস। তবে এ চমকে কপাল ভাঙ্গে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনের। পর্তুগিজ তারকা ওল্ড লেডিতে আসার কারণেই তাকে দল ছেড়ে চলে যেতে হয় জানান এ আর্জেন্টাইন তারকা। তবে এ নিয়ে কোন আক্ষেপ নেই হিগুয়েইনের।

চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে টেনে বেশ চমক উপহার দেয় জুভেন্টাস। তবে এ চমকে কপাল ভাঙ্গে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনের। পর্তুগিজ তারকা ওল্ড লেডিতে আসার কারণেই তাকে দল ছেড়ে চলে যেতে হয় জানান এ আর্জেন্টাইন তারকা। তবে এ নিয়ে কোন আক্ষেপ নেই হিগুয়েইনের।

ইতালিয়ান গণমাধ্যম গাজেত্তা দেয়ো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে হিগুয়েইন বলেন, ‘কোপা ইতালিয়ার ফাইনালের দিনেই আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে। এরপর তারা রোনালদোকে নিয়ে আসলো। দল ছাড়ার সিদ্ধান্তটা আমার ছিল না। আমি জুভেন্টাসকে আমার সবকিছু দিয়েছি এবং অনেক শিরোপা জিতেছি।’

রোনালদোকে দলে টানতে রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরো খরচ করতে হয় জুভেন্টাসকে। তাই আর্থিক দিক বিবেচনা করেই হিগুয়েইনকে বেচে দেয় দলটি। এছাড়াও ক্লাবের মানও বাড়াতে চেয়েছিল তুরিনরা। তাই বাধ্য হয়ে মিলানের পথ ধরতে হয় হিগুয়েইনকে, ‘যখন ক্রিস্তিয়ানো আসলো তখন ক্লাব মান আরও বাড়াতে চাইল। তারা আমাকে বলল, তুমি ক্লাবে থাকতে পারবে না। এবং তারা একটি সমাধান খুঁজতে লাগল। সেরা সমাধান ছিল মিলান।’

এমন ঘটনায় ক্লাবের উপর রাগ আছে কি না জানতে চাইলে অবশ্য নেতিবাচক কথাই বলেন এ আর্জেন্টাইন, ‘না, অবশ্যই না। তাদের প্রতি আমার আবেগটা অন্যরকম। কারণ তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমার সতীর্থ এবং ভক্তরা খুব ভালো আচরণ করেছে। কিন্তু আমি কখনো চলে যেতে চাইনি। সবাই বলছে আমাকে নাকি ক্লাব থেকে বের করে দিয়েছে।’

২০১৬ সালে নাপোলি থেকে রেকর্ড ট্রান্সফার ফিতেই জুভেন্টাসে এসেছিলেন হিগুয়েইন। দুই মৌসুমে দলের হয়ে খেলেছিলেনও দারুণ। চলতি মৌসুমে ধারে খেললেও ৩৬ মিলিয়ন ইউরো খরচ করলে আগামী মৌসুমে পুরোপুরি মিলানের হবেন তিনি।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

5h ago